Anant Ambani Radhika Merchant Wedding: আগামিকাল বান্দ্রা কুর্লা সেন্টারে অবস্থিত জিও ওয়ার্ল্ড সেন্টারে বসছে বিয়ের আসর। বিয়ের পর ১৩ তারিখ শুভ আশীর্বাদ। আর ১৪ তারিখ রিপেসশন পার্টি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ৫০০০ কোটির বিয়ে! অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হচ্ছে ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা!
যা কিনা আম্বানিদের মোট সম্পত্তির খুব যৎসামান্য অংশ-ই বটে! অনন্ত-রাধিকার বিয়েতে আম্বানিদের মোট সম্পত্তি মাত্র ০.৫ শতাংশ-ই নাকি খরচ হচ্ছে!
ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেব দাঁড়িয়েছে ১০,১৮,৬১২ কোটি টাকা। আর এহেন ধনকুবেরের কাছে ৫০০০ কোটি সামান্য-ই বটে।
চলতি বছর মার্চ মাসে আমেদাবাদের বনতারায় প্রি-ওয়েডিং অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেলিব্রেশনের শুরু। এরপর ইউরোপেও একটি প্রি-ওয়েডিং হয়।
শুক্রবার ১২ জুলাই, অনন্ত-রাধিকার বিয়ে। এক সপ্তাহ ধরে মুম্বইয়ে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান। সংগীত থেকে শুরু করে হলদিতে সামিল হয়েছেন বিটাউন থেকে শুরু করে বাইশ গজের তারকা।
জানা গিয়েছে, বিলাসি ফ্যালকন ২০০০ জেটে আমন্ত্রিতদের আনছেন আম্বানি। ভাড়া করা হয়েছে দুটি বিলাসবহুল ফ্যালকন টু থাউসেন্ড জেট সহ আরও ১০০টি জেট।