Alanna Panday: মা হলেন অলন্যা পাণ্ডে। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অনন্যার বোন। পরিবারের নতুন সদস্যকে পেয়ে আনন্দে আত্মহারা পাণ্ডে পরিবার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাণ্ডে পরিবারে নতুন সদস্য। মা হলেন অলন্যা পাণ্ডে।
অলন্যা হলেন নায়িকা অনন্যা পাণ্ডের খুড়তুতো বোন।
আদিত্যর সঙ্গে প্রেম ভাঙার পর কিছু সময় নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অনন্যা। তবে এবার মাসি হওয়ার আনন্দে আত্মহারা অভিনেত্রী।
ছেলের জন্ম দিলেন অলন্যা।
কিছুদিন আগেই ছিল অলন্যার বেবি শাওয়ার।
গত বছর মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন অলন্যা ও তাঁর বিদেশি প্রেমিক আইভর ম্যাক্রে।
দুই ধর্মের রীতি মেনেই বিয়ে করেন তাঁরা।