করোনার সময় থেকেই বহু কোম্পানি কর্মীদের ওয়র্ক ফ্রম হোম চালু করেছিল। অতিমারী কেটে যাওয়ার পরও অনেক কোম্পানি আংশিকভাবে তা চালু রেখেছিল। এবার রাজ্য সরকারী কর্মচারিদের জন্য ওয়র্ক ফ্রম হোম চালু করা কথা ভাবছেন অন্ধ্র্রপ্রদেশে মুখ্য়মন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
চন্দ্রবাবু বিশেষ করে ভাবছেন মহিলাদের জন্য যদি ঘরে বসেই কাজের ব্যবস্থা করা যায়। অর্থাত্ মহিলাদের জন্য একেবারে ওয়র্ক ফর্ম হোম চালু করার কথা ভাবছেন।
কাজের সময় বাড়ানোর কথা বলেছেন এল অ্যান্ড টি ও ইনফোসিসের কর্তারা। কারও দাবি সপ্তাহে ৯০ ঘণ্টা, কারও দাবি ৭০ ঘণ্টা কাজ করতে হবে। তার মধ্যেই চন্দ্রবাবুর ওই মন্তব্য।
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে চন্দ্রবাবু লিখেছেন, ওয়র্ক ফ্রম হোম করার মতো প্রযুক্তি আমাদের হাতে চলে এসেছে। এতে টাকা পয়সার সাশ্রমের পাশাপাশি উত্পাদন ক্ষমতাও বাড়বে।
নাইডু আরও লিখেছেন, অনেক বড় আকারে ওয়র্ক ফ্রম হোম মোডে কাজ করানোর কথা ভাবছে অন্ধ্র প্রদেশ সরকার। বিশেষ করে মহিলাদের। এতে কর্ম দক্ষতার অনেক উন্নতি হবে। উত্পাদন ক্ষমতাও বাড়বে বলে মনে হয়।