PHOTOS

Aneek Dhar: ফের বাবা হলেন অনীক, শেয়ার করলেন সদ্যোজাতর ছবি, শুভেচ্ছা শুভশ্রীর...

Aneek Dhar: সোমবার সকালেই সুখবর দিলেন সংগীতশিল্পী অনীক ধর। আড়াই মাস আগেই ফের বাবা হওয়ার খবর শেয়ার করেছিলেন অনীক। সোমবার একেবারে সদ্যোজাতর সঙ্গে পারিবারিক ছবি শেয়ার করেন অনীক। তাঁকে নেটপাড়ায় শুভেচ্ছা জানান শুভশ্রী।

Advertisement
1/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বাবা-মা হলেন অনীক ধর ও তাঁর স্ত্রী দেবলীনা ধর। সোমবার সেই সুখবর শেয়ার করেন দম্পতি।

 

2/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

আড়াই মাস আগে নতুন সন্তান আগত, সেই খবর শেয়ার করেছিলেন অনীক।

 

3/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

সম্প্রতি দেবলীনার বেবি শাওয়ারেও একসঙ্গে ছবি পোস্ট করেন অনীক।

 

4/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

বেবিশাওয়ারে হাজির ছিলেন সস্ত্রীক জিৎ গঙ্গোপাধ্যায়।

 

5/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

অনীক-দেবলীনার ভালো বন্ধু অঙ্কুশ ও ঐন্দ্রিলাও হাজির ছিলেন দেবলীনার বেবিশাওয়ারে।  

 

6/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

৫ বছরের মেয়ে আদ্যার পর এবার অনীক-দেবলীনার সংসারে এল এক পুত্র সন্তান। সোমবারই সদ্যোজাতর ছবি শেয়ার করেন অনীক।

 

7/7
অনীকের সুখবর
অনীকের সুখবর

গায়ক লেখেন, ‘আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্হ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন’।





Read More