Karan-Drisha Wedding: সম্প্রতি বান্ধবী দ্রিশা আচার্য্যের সঙ্গে আইনি বিয়ে করেন ধর্মেন্দ্রর নাতি অর্থাৎ সানি দেওলের ছেলে করণ দেওল। দ্রিশা করণের বিয়ের নানা ছবি ও ভিডিয়ো ইতোমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। এবার তাঁদের বাগদান ও রেজিস্ট্রির ছবি শেয়ার করলেন দ্রিশার মামা পরিচালক অনীক দত্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার ছিল সানি দেওলের ছেলে অভিনেতা করণ দেওল ও বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্য্যর রোকা সেরেমনি।
এদিন করণের পরনে ছিল নীল শেরওয়ানি ও বাঙালি কন্যে দ্রিশার পরনে ছিল অফ হোয়াইট জামদানি।
এদিনই আইনি বিয়ে সারেন করণ ও দ্রিশা। হাজির ছিল ধর্মেন্দ্র সহ পুরো দেওল পরিবার ও কনের বাড়ির সকলেই।
জুহুতে দেওলদের বাড়িতেই বসেছিল রোকা সেরেমনির আসর। তবে সামাজিক বিয়ে হবে তাজ ল্যান্ডস এন্ডে।
সেই সেরেমনি ও আগামী ১৮ জুন তাঁদের বিয়েতে নিমন্ত্রিত বাঙালি পরিচালক অনীক দত্ত। আসলে সম্পর্কে অনীক হলেন দ্রিশার মামা।
খ্যাতনামা বাঙালি পরিচালক বিমল রায়ের মেয়ে রিঙ্কির মেয়ে অর্থাৎ বিমল রায়ে নাতনি চিম্মু ভট্টাচার্যের মেয়ে হলেন দ্রিশা। চিম্মু হলেন অনীক দত্তের বোন অর্থাৎ সম্পর্কে কনে দ্রিশার মামা অনীক দত্ত। সম্পর্কে অনীক এবার হলেন সানি দেওলের বেয়াই।
বুধবার হবু দম্পতির কেক কাটিং অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করেছেন পরিচালক।
সেখানেই সানি দেওল, অভয় দেওলের পাশাপাশি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা গেল অনীককে।