PHOTOS

Ankita Lokhande Wedding: মালাবদলের আগে কেঁদে ফেললেন অঙ্কিতা, ভাইরাল ছবি

Advertisement
1/8
বিয়ের সাজে
বিয়ের সাজে

নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন ছোটপর্দার জনপ্রিয় নায়িকা অঙ্কিতা লোখন্ডে। প্রেমিক ভিকি জৈনকে বিয়ে করলেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের দীর্ঘদিনের প্রেমিকা ছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। তার প্রায় দেড় বছর পর বিয়ে করলেন অভিনেতা। 

 

2/8
বিয়ের সাজে
বিয়ের সাজে

অঙ্কিতা বিয়ের জন্য বেছে নিয়েছেন সোনালি রঙের লেহেঙ্গা। রাজপুত স্টাইলে সেজেছেন অভিনেতা। 

 

3/8
বর কনে
বর কনে

মঙ্গলবার ভিকির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। বিয়ের মন্ডপ সাজানো হয়েছিল ফুল দিয়ে। 

 

4/8
মালা বদল
মালা বদল

মালা বদলের সময় কেঁদে ফেলেন অঙ্কিতা। বরাবরের মতোই তাঁকে সামলান ভিকি।  

 

5/8
বিয়ের সাজে
বিয়ের সাজে

ঘোড়ায় নয়, ভিনটেজে গাড়িতে বিয়ে করতে আসেন ভিকি। 

 

6/8
গায়ে হলুদ
গায়ে হলুদ

মঙ্গলবার সকালেই অনুষ্ঠিত হয় হলদি অনুষ্ঠান। হলদিতে লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন অঙ্কিতা। আর ভিকি পরেছিলেন সাদা পাঞ্জাবি। 

 

7/8
সঙ্গীত
সঙ্গীত

সোমবার ছিল অনভিকির সঙ্গীত সেরেমনি। সঙ্গীতের জন্য অঙ্কিতা পরেছিলেন কালো লং ড্রেস আর ভিকি বেছেছিলেন ক্যাজুয়াল ব্লেজার।

 

8/8
মেহেন্দি
মেহেন্দি

রবিবার তাঁদের মেহেন্দি অনুষ্ঠানের ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সাদার উপর ফ্লোরাল লেহেঙ্গা পরেছিলেন অঙ্কিতা। 





Read More