PHOTOS

Ankita Lokhande Birthday: বিয়ের পর প্রথম জন্মদিন, মধ্যরাতে অঙ্কিতাকে সারপ্রাইজ ভিকির

Advertisement
1/7
শুভ জন্মদিন
শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বন্ধু ভিকি জৈনকে বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা অঙ্কিতা লোখন্ডে। রবিবার বিয়ের পর প্রথম জন্মদিনে অঙ্কিতাকে বিশেষ উপহার দিলেন ভিকি জৈন। মধ্যরাতেই অঙ্কিতার জন্য বার্থ ডে পার্টির আয়োজন করেন তিনি।  

 

2/7
বার্থডে গার্ল
বার্থডে গার্ল

অঙ্কিতার সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে জন্মদিনের ছবিতে। কালো রঙের জাম্পস্যুটে বার্থডে সেলিব্রেট করছেন নায়িকা। 

 

3/7
একাধিক কেক
একাধিক কেক

অঙ্কিতার জন্য ভিকি নিয়ে এসেছেন বেশ কয়েক রকমের কেক। 

 

4/7
সেলিব্রেশনে সামিল বন্ধুরা
সেলিব্রেশনে সামিল বন্ধুরা

ভিকি ছাড়াও সেই সেলিব্রেশনে হাজির ছিলেন অঙ্কিতা ও ভিকির বেশ কয়েকজন বন্ধু। 

 

5/7
সেলিব্রেশন
সেলিব্রেশন

রবিবার অঙ্কিতার ৩৭ তম জন্মদিন। জন্মদিনের সেলিব্রেশনে কোনও খামতি রাখেননি অঙ্কিতার স্বামী ভিকি। 

 

6/7
হ্যাপি বার্থডে মিসেস জৈন
হ্যাপি বার্থডে মিসেস জৈন

অঙ্কিতার কেকে লেখা রয়েছে হ্যাপি বার্থডে মিসেস জৈন। 

 

7/7
ক্লান্ত বার্থডে গার্ল
ক্লান্ত বার্থডে গার্ল

অনেক রাত অবধি চলে সেলিব্রেশন। ক্লান্ত হয়ে পার্টির মাঝেই ঘুমিয়ে পড়েন অভিনেতা। 





Read More