PHOTOS

Ankush-Oindrila: অঙ্কুশ-ঐন্দ্রিলার সংসারে নতুন সদস্য, ছেলের নাম কী রাখলেন নায়িকা?

Advertisement
1/6
নতুন সদস্য
নতুন সদস্য

নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ তাঁর ফ্যানেদের জানালেন যে, তাঁদের পরিবারে এসেছে নতুন সদস্য। 

 

2/6
আমন্ত্রণ
আমন্ত্রণ

নতুন সদস্যকে পরিবারে আমন্ত্রণ জানান অঙ্কুশ। 

 

3/6
তিন থেকে চার
তিন থেকে চার

ইতিমধ্য়েই অঙকুশ ও ঐন্দ্রিলার সংসারে রয়েছে আরও তিন সন্তান বাবলা, লিও, আলু।

 

4/6
নতুন সদস্য
নতুন সদস্য

বৃহস্পতিবার তাঁদের নতুন সদস্যের ছবি শেয়ার করেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই। 

 

5/6
তুলো
তুলো

আসলে তাঁদের নতুন সদস্য, তাঁদের পোষ্য। ঐন্দ্রিলা লিখেছেন, 'আমার ছেলে তুলো'

 

6/6
জনপ্রিয় জুটি
জনপ্রিয় জুটি

সংসারে সদস্য তো বাড়ছে আর তার সঙ্গেই বাড়ছে জল্পনা যে কবে বিয়ে করবে টলিউডের এই জনপ্রিয় জুটি। 





Read More