Antibiotic is not working on deadly virus superbug: শুধু পুরনো অ্যান্টিবায়োটিক নয়, তৃতীয় প্রজন্মের নতুন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও প্রতিরোধ ক্ষমতা দেখাচ্ছে এই প্রাচীন মারণ ভাইরাসের সুপারবাগ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একসময় লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন এই ব্যাকটেরিয়ার কবলে। ফের বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে সেই প্রাচীন ঘাতক। গবেষণা বলছে, এবার ডাক্তাররাও আর থামাতে পারবেন না সেই ভয়ংকর ব্যাকটেরিয়াকে।
কারণ গবেষণায় দেখা গিয়েছে যে, অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলছে সেই প্রাচীন ঘাতক সালমোনেলা টাইফি। টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরের কারণ এই সালমোনেলা টাইফি ব্যাকটেরিয়া।
যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। সাধারণত দূষিত খাবার ও জলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এই সালোমেনেলা টাইফি। প্রতি বছর টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরে ১ কোটি ৩০ লাখ মানুষ আক্রান্ত হন।
যার মধ্যে ১ লাখ ৩৩ হাজার জন মারা যান প্রতি বছর। মূলত এশিয়া এবং আফ্রিকার স্কুলপড়ুয়া শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি। এখন ২০২২-এর গবেষণা বলছে, টাইফয়েডের জন্য দায়ী ব্যাকটেরিয়া সালমোনেলা এন্টেরিকা সেরোভার টাইফি (এস টাইফি) ওষুধের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছে।
সালমোনেলা টাইফির নয়া স্ট্রেইনগুলি শুধ অ্যাম্পিসিলিন, ক্লোরামফেনিকল, ট্রাইমেথোপ্রিম, সালফামেথোক্সাজোলের মতো পুরনো ও ফ্রন্টলাইন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধেই নয়, বরং ফ্লুরোকুইনোলোনস এবং তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিনের মতো নতুন অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও প্রতিরোধ ক্ষমতা দেখাচ্ছে।