PHOTOS

Anubrata Mondal: ফিরেই বিস্ফোরক অনুব্রত! বললেন, 'আমি আর কোনও সম্পর্কই রাখতে চাই না'; কার সঙ্গে?

Anubrata Mondal Agitated: দু'বছর পর নিজের বাড়ির পুজোর উঠানে পা রেখেই বিস্ফোরক অনুব্রত মণ্ডল। সকলের সামনেই বলে দিলেন, এত বড় কথা! কী বললেন?

Advertisement
1/6
দু'বছর পরে
দু'বছর পরে

দু'বছর পর ফিরে এসে এবার সেই বাড়ির পুজোয় উপস্থিত থাকবেন বলে জানালেন অনুব্রত মণ্ডল। 

2/6
পুজোর প্রস্তুতি
পুজোর প্রস্তুতি

আজ সকালেই বাড়ি থেকে বেরিয়ে  গ্রামে নিজের বাড়িতে যান তিনি। ঘুরে দেখেন পুজোর সমস্ত প্রস্তুতি। কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও।

3/6
মন্দিরে দাঁড়িয়েই
মন্দিরে দাঁড়িয়েই

আর সেখানেই মন্দিরের উঠানে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত। 

4/6
প্রকাশ্যে ঘোষণা
প্রকাশ্যে ঘোষণা

প্রকাশ্যেই তিনি বলে দিলেন, রক্তের সম্পর্কিতদের সঙ্গে তিনি আর কোনও সম্পর্কই রাখতে চান না! বললেন, 'ব্লাড রিলেশন'দের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চান না তিনি। 

5/6
সকন্যা অনুব্রত
সকন্যা অনুব্রত

পাশাপাশি তিনি দুর্গাপুজোয় এখানে থাকবেন বলেও জানান। এদিন তাঁর সঙ্গে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল।

6/6
বিরক্ত-ক্ষুব্ধ
বিরক্ত-ক্ষুব্ধ

প্রশ্ন উঠছে, কেন অনুব্রত তাঁর পরিবারে লোকেদের সঙ্গে কোনও সম্পর্ক না রাখার কথা বললেন? তাহলে কি অনুব্রত জেলে থাকাকালীন কন্যা সুকন্যার দিকে তেমন ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেননি অনুব্রতের পরিবারের লোক? এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।





Read More