PHOTOS

প্রিয় accessory কী? নিজেই দেখালেন Anushka

Advertisement
1/8

সবেমাত্র মা হয়েছেন। মাতৃত্বের ১ মাস পার হওয়ার আগেই ওজন কমিয়ে ফের ছিপছিপে মেদহীন শরীরে ধরা পড়লেন অনুষ্কা শর্মা। 

2/8

অনুষ্কা শর্মাকে এত দ্রুত ওজন ঝরিয়ে ফেলতে হতে অবাক হয়েছেন নেটিজেনরা। তাঁরা বিভিন্ন কমেন্ট করেছেন। 

3/8

অন্তঃসত্ত্বা থাকাকালীনও নিয়মিত শরীরচর্চা করেছেন অনুষ্কা শর্মা। অতিরিক্ত ওজন বাড়তে দেননি অভিনেত্রী। 

4/8

সম্প্রতি মেয়ে ভামিকা-র একটি ছবি প্রকাশ করেন বিরুষ্কা। যদিও তাতে শিশুসন্তানের মুখ দেখা যায়নি। তবে মা হওয়ার পর বদলেছে অনুষ্কার রোজনামচা। মেয়েকে কেন্দ্র করেই কাটছে তাঁর দিন-রাত্রি।

5/8

 এই মুহূর্তে তাঁর পছন্দের গয়না কী? সেকথাও রবিবারের ইনস্টাগ্রামে পোস্টে সামনে এনছেন অভিনেত্রী। আর এটি হল 'বার্প ক্লথ'।  শিশুকে কোলে নেওয়ার সময় কাঁধে যে নরম কাপড়ের টুকরো রাখা হয়, তাকেই বলে 'বার্প ক্লথ'।

6/8

মা হওয়ার ঠিক পরপরই ক্লিনিকে যাওয়ার সময় ফের পাপারাৎজির লেন্সবন্দি হন অনুষ্কা শর্মা। সঙ্গে ছিলেন বিরাট। 

7/8

২০২১-এর ১১ জানুয়ারি প্রথম সন্তানের বাবা-মা হন বিরাট-অনুষ্কা। মেয়ে হওয়ার খবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান বিরাট কোহলি। 

8/8

মা হওয়ার ঠিক কয়েকদিন আগেই হাবি বিরাটের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার সময় ক্যামেরাবন্দি হন অনুষ্কা শর্মা। 





Read More