PHOTOS

COVID 19 পজিটিভ, তারই মধ্যে বাড়ির সদস্যদের নিয়ে লক্ষ্মী আরাধনায় অপরাজিতা আঢ্য

Advertisement
1/7

প্রত্যেক বছরই বাড়িতে বেশ বড় করেই লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এবার আর তাঁর পক্ষে কোনও আড়ম্বর করা সম্ভব হচ্ছে না। কারণ, তাঁর পরিবারে এবার করোনা থাবা বসিয়েছে। 

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

2/7

তবে করোনা দমাতে পারেনি অভিনেত্রীকে। ঘটা করে না হলেও বাড়িতে নিজেদের মত করে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন অপরাজিতা। 

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

3/7

অভিনেত্রী অপরাজিতা আঢ্য জানান, ''ষষ্ঠীর দিন আমরা বাড়ির ৪ জন সদস্য জানতে পারি আমরা কোভিড আক্রান্ত। সেদিন থেকেই হোম কোয়ারেন্টাইনে রয়েছি। এতদিনে প্রায় সবাই সে খবর জেনেও গিয়েছেন। অনেকেই আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন।''

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

4/7

অপরাজিতার কথায়, ''প্রত্যেক বছরই আমার বাড়ির লক্ষ্মীপুজো স্পেশাল, তবে এবার ভেবেছিলাম লক্ষ্মীপুজো করতে পারবো না। দুপুরে দেখলাম, মায়ের মুখ কালো। তাই ভাবলাম মাকে সাজাতেই হবে, যেমন পারি। আমরা ছোট করে বাড়ির লোকেরা মিলে যেমন সম্ভব, তেমনভাবেই পুজো করছি।''

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

5/7

অনুরাগীদের উদ্দেশ্যে অপরাজিতা বলেন, ''প্রার্থনা করুন যাতে সকলে দ্রুত সুস্থ হয়ে যাই। সামনের বছর আবারও বড় করে লক্ষ্মী পুজো করতে পারি। সকলকে আমন্ত্রণ করতে পারি।''

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

6/7

অপরাজিতা আরও জানান, ''এবার করোনার কারণে, দুর্গাপুজো কিছুই বুঝতে পারিনি। মা দুর্গা কখন এলেন, কখন গেলেন, কিছুই বুঝিনি। কাউকে শুভ বিজয়াও জানাতে পারিনি। তাই সকলকে শুভ বিজয়া, শুভ লক্ষ্মীপুজো দুটোই জানাচ্ছি। প্রত্যেকে শারীরিকভাবে সুস্থ থাকুন। শারীরিকভাবে সুস্থ থাকাটা কতটা দরকার, তা কোভিডে ভুগে আমি বেশ বুঝতে পারছি।''

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়

7/7

শুক্রবার লক্ষ্মী পুজোর আগে বাড়ির লক্ষ্মী প্রতিমাকে নিজের হাতে সাজিয়ে তোলার পাশাপাশি, আল্পনা দিতেও দেখা যায় অভিনেত্রীকে। তবে তাঁর কাছে বাড়ির দুই সদস্য ছাড়া আর কেউ ছিলেন না।

 

 

 

ছবি ও তথ্য : অনুসূয়া বন্দ্যোপাধ্যায়





Read More