PHOTOS

AR Rahman's Divorce: ২০০০ কোটির মালিক রহমান, বিবাহ বিচ্ছেদের মামলায় খোরপোশে স্ত্রী সায়রা চাইলেন...

AR Rahman | Saira Banu:চেন্নাইয়ে এক বিলাসবহুল বাংলো রয়েছে রহমানের। এছাড়াও লস অ্যাঞ্জেলসেও রয়েছে একটি বাংলো। এছাড়াও সমস্ত সুবিধাযুক্ত একটি স্টুডিয়ো রয়েছে রহমানের। এছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি।  সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি। 

Advertisement
1/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এ আর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। বিবাহ বিচ্ছেদের ঘোষণা শুনে হতচকিত অনুরাগীরা। বিবাহবিচ্ছেদের কারণ নিয়ে চলছে হাজারও জল্পনা। রহমানের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর টিমের বেসিস্ট মোহিনী দে।  সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন এআর রহমানের আইনজীবী বন্দনা শাহ।

2/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

সম্প্রতি এক সাক্ষাত্‍কারে তিনি বলেছেন, “বিবাহবিচ্ছেদ এখন রূঢ় বাস্তব। সর্বত্রই এমন ঘটনা বাড়ছে। বিয়েতে সহনশীলতা খুব গুরুত্বপূর্ণ। অত্যন্ত সৌজন্য এবং মর্যাদার সঙ্গে ২৯ বছর তাঁরা দাম্পত্য জীবন কাটিয়েছেন তাঁরা। শুধু শেষটা রূপকথার মতো হল না বলে, তাঁরা বদলাননি। সৌজন্য ও মর্যাদা একই রয়েছে। কেউই বিচ্ছেদ করবেন বলে বিয়ে করেন না।”

3/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বলতম নাম এআর রহমান। গোল্ডেন গ্লোব থেকে অস্কার সবই রয়েছে তার জিম্মায়। তামিলনাড়ুর এই ছেলে নিজের দক্ষতায় তৈরি করেছে তাঁর রাজত্ব। 

4/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

চেন্নাইয়ে এক বিলাসবহুল বাংলো রয়েছে রহমানের। এছাড়াও লস অ্যাঞ্জেলসেও রয়েছে একটি বাংলো। এছাড়াও সমস্ত সুবিধাযুক্ত একটি স্টুডিয়ো রয়েছে রহমানের। এছাড়াও রয়েছে জাগুয়ার, মার্সেডিজ সহ একাধিক বিলাসবহুল গাড়ি। 

5/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

একটি গানের জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন রহমান। কনসার্টের জন্য প্রতি ঘণ্টায় পারিশ্রমিক নেন ১-২ কোটি। সবমিলিয়ে রহমানের সম্পত্তির পরিমাণ প্রায় ২০০০ কোটি। 

6/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

বিচ্ছেদের পরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে খোরপোশের প্রশ্ন। সম্প্রতি আইনজীবী বন্দনা শাহ জানান যে একটাকাও খোরপোশ চাননি সায়রা। 

7/7
রহমান-সায়রা বিচ্ছেদ
রহমান-সায়রা বিচ্ছেদ

১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুরকার এআর রহমান। তাঁদের তিন সন্তান। দুই মেয়ে খাতিজা ও রহিমা এবং এক ছেলে আমিন রহমান। মঙ্গলবার রাতে যৌথ বিবৃতিতে তাঁরা বিবাহবিচ্ছেদের খবর নিশ্চিত করেন। 





Read More