Argentina Chile Earthquake: চিলিতে আঘাত হানল শক্তিশালী এক ভূকম্প। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা নাগাদ চিলির এক শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে!
এক শক্তিশালী ভূমিকম্প আঘাত করল চিলির মাটিতে। রবিবার সকাল ৯টার দিকে চিলির ইকিকি শহরের কাছে আঘাত হানে এই ভূমিকম্পটি।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। ওই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়েছি কিনা বা কেউ হতাহত হয়েছে কিনা, তা জানা যায়নি!
ভূতাত্ত্বিকেরা জানিয়েছেন, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল চিলির শহর ইকিকি থেকে ৫৫৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। চিলিতে প্রায়ই ভূমিকম্প হয়।
এদিকে ভূমিকম্প হয়েছে আর্জেন্টিনাতেও। আর্জেন্টিনার সান এ্যান্টোনিও ডি লস কবরেস থেকে ৪২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে এউ কম্পন হয়। সেখানে, আর একটু বেশি, ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২৪.২ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এবং ৬৬.৬৭২৩ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে। ভূগর্ভের ২০২.৭৭ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত বেশ কিছু দিন আগে এক সকালে নেপাল সীমান্তের কাছে তিব্বতে এভারেস্ট-সন্নিহিত এলাকায় ঘটে গিয়েছিল ভয়ানক তীব্র এক ভূমিকম্প। তীব্র কম্পনে একরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়েছিল সেখানকার ঘরবাড়ি-হাসপাতাল-স্কুল-কলেজ-অফিস-কাছারি। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.১ । মৃতের সংখ্যা ছিল ১২৬, আহতের সংখ্যা ১৮৮! অন্তত ৪০০ মানুষ সরাসরি ভূমিকম্পের কবলে পড়েছিলেন বলে জানা গিয়েছিল! চিনের এই ভয়াবহ ভূমিকম্পের জেরে কম্পন ঘটেছিল নেপাল, ভুটান ও ভারতেও। কেঁপে উঠেছিল বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কিছু অঞ্চল। কিছুক্ষণের মধ্যেই এসেছিল আফটারশকও। কেঁপে উঠেছিল শিজাং। পরপর কম্পন অনুভূত হয়েছিল একই অঞ্চলে। কোনওটার তীব্রতা ছিল ৪.৭, কোনওটার তীব্রতা ছিল ৪.৯। কোনওটার ৫! এর আগে ২০১৫ সালে নেপালে ৭.৮-মাত্রার ভূমিকম্প ঘটেছিল। প্রায় ৯০০০ মানুষ মারা গিয়েছিলেন সেইবার! আহত হয়েছিলেন ২২০০০ জনেরও বেশি! সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ ঘরবাড়ি। সে ছিল এক মহা বিপর্যয়। এবার এতটা ভয়ংকর না হলেও, ভয়াবহতা যথেষ্টই বেশি ছিল।