Arijit Singh | Ed Sheeran: বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার পথে হঠাত্ কলকাতায় এলেন এড শিরান। তবে গন্তব্য কলকাতা নয়, একেবারে জিয়াগঞ্জ। অরিজিতের সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জ গেলেন এড শিরান। গঙ্গাবক্ষে শ্যুটও করলেন দুই তারকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু থেকে শিলং যাওয়ার কথা ছিল ব্রিটিশ পপস্টার এড শিরানের। তবে আচমকাই সোমবার কলকাতায় হাজির তিনি। তবে গন্তব্য কলকাতা নয়, একেবারে জিয়াগঞ্জ। ছবি- সোমা মাইতি
অরিজিত্ ও এড শিরানের বন্ধুত্বের কথা সকলেরই জানা। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। তাঁদের যুগলবন্দি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। ছবি- সোমা মাইতি
গত অক্টোবর মাসে দুই তারকার জ্যামিং সেশনের ঝলক দেখেই ঠাহর করা গিয়েছিল তাঁদের বন্ধুত্বের। গ্রিন রুমে রিহার্সালের সময় ব্রিটিশ পপতারকাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন উচ্ছ্বসিত অরিজিৎ। ছবি- সোমা মাইতি
এবার ভারতে শো করতে এসে ভায়া কলকাতা হয়ে শিলং যাওয়ার পথে দেখা করতে গেলেন অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে। ছবি- সোমা মাইতি
এদিন জিয়াগঞ্জে ভাগীরথী নদীর উপর শ্যুটিংও করলেন এড শিরান ও অরিজিত্ সিং। একটি লঞ্চে দেখা গেল দুই তারকাকে। ছবি- সোমা মাইতি
তাঁরা একাই নন, ছিলেন দুজনের টিমের আরও অনেক সদস্য। অনুমান করা যায়, নতুন কোনও মিউজিক ভিডিয়ো বানাচ্ছেন দুই তারকা। তারই শ্যুটিং হল জিয়াগঞ্জে।
জিয়াগঞ্জ থেকেই সোমবার রাতে শিলংয়ের উদ্দেশে রওনা হবেন এড শিরান। সেখানেই তাঁর পরবর্তী কনসার্ট রয়েছে। সেখানে কি একসঙ্গে পারফর্ম করবেন দুই তারকা?
তা জানা না গেলেও আপাতত সোমবার এড শিরান আড্ডা-গল্পে কাটালেন অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জেই।