PHOTOS

Armaan Malik Engagement: আশনাকে প্রেম নিবেদন আরমানের, গায়কের প্রেমকাহিনী ঠিক যেন বলিউডের সিনেমা!

Armaan Malik: আশনা শ্রফকে মন দিয়েছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরমান ও আশনার আংটি বদলের ছবি। আরমান ও আশনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা।

Advertisement
1/8
আরমান-আশনা
আরমান-আশনা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু দিনের প্রেমিকা আশানা শ্রফকে এবার অফিসিয়ালি প্রেম নিবেদন করলেন গায়ক আরমান মালিক।

 

2/8
আরমান-আশনা
আরমান-আশনা

হাঁটু গেড়ে বসে প্রেমিকার আঙুলে পরিয়েদিলেন আংটি।

 

3/8
আরমান-আশনা
আরমান-আশনা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ছবি।

 

4/8
আরমান-আশনা
আরমান-আশনা

আরমান ও আশনার প্রেমপর্ব শুরু ২০১৭ সালে। কিন্তু কিছুদিনের মাথায় সেই সম্পর্কে বিচ্ছেদ টানেন দুজনেই।

 

5/8
আরমান-আশনা
আরমান-আশনা

এরপর ফের ২০১৯ সালে প্রাক্তনের কাছে ফিরে আসেন আরমান। সেই থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা।

 

6/8
আরমান-আশনা
আরমান-আশনা

আশনা পেশায় ফ্যাশন ইন্ফ্লুয়েন্সার। তিনি বা আরমান কেউই কখনও তাংদের প্রেমের কথা লুকিয়ে রাখেননি।

 

7/8
আরমান-আশনা
আরমান-আশনা

নানা জায়গায় একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করলেও এতদিন অফিসিয়ালি তাঁরা সম্পর্কের কথা ঘোষণা করেননি।

 

8/8
আরমান-আশনা
আরমান-আশনা

সোমবার আরমান ছবি পোস্ট করার পরেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, তারা সুতারিয়া থেকে শুরু করে ঈশান খট্টরের মতো তারকারা।





Read More