Armaan Malik: আশনা শ্রফকে মন দিয়েছেন এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক আরমান মালিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরমান ও আশনার আংটি বদলের ছবি। আরমান ও আশনাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের তারকারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু দিনের প্রেমিকা আশানা শ্রফকে এবার অফিসিয়ালি প্রেম নিবেদন করলেন গায়ক আরমান মালিক।
হাঁটু গেড়ে বসে প্রেমিকার আঙুলে পরিয়েদিলেন আংটি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যুগলের ছবি।
আরমান ও আশনার প্রেমপর্ব শুরু ২০১৭ সালে। কিন্তু কিছুদিনের মাথায় সেই সম্পর্কে বিচ্ছেদ টানেন দুজনেই।
এরপর ফের ২০১৯ সালে প্রাক্তনের কাছে ফিরে আসেন আরমান। সেই থেকেই একসঙ্গে রয়েছেন তাঁরা।
আশনা পেশায় ফ্যাশন ইন্ফ্লুয়েন্সার। তিনি বা আরমান কেউই কখনও তাংদের প্রেমের কথা লুকিয়ে রাখেননি।
নানা জায়গায় একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করলেও এতদিন অফিসিয়ালি তাঁরা সম্পর্কের কথা ঘোষণা করেননি।
সোমবার আরমান ছবি পোস্ট করার পরেই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, তারা সুতারিয়া থেকে শুরু করে ঈশান খট্টরের মতো তারকারা।