Art Exhibition: ২২ থেকে ২৪ এপ্রিল ৩টে থেকে ৮টা পর্যন্ত গ্যালারি গোল্ডে জয়দেব বসু ও চন্দনা দে-র কিউরেশনে ৩৩ জন শিল্পীর কাজ নিয়ে প্রথম 'এসেন্স আনবাউন্ড' চিত্র প্রদর্শনী। চমত্কার কাজ ক্রমাগত...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংসারিক নানা সঙ্কটের জন্য তাঁর শিল্পচর্চার কাজ কিছুটা হলেও স্থগিত ছিল।
তিনি বেশি বয়সে কাজ শুরু করেছেন।
তাও তাঁর কাজ মুনসিয়ানায় তাক লাগিয়ে দেবার মতো।
তাঁর নানান অনবদ্য রঙবেরঙের কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করেছে।
তাঁর চমত্কার কাজ ক্রমাগত সকলকে মুগ্ধ করেছে।
২২ থেকে ২৪ এপ্রিল ৩টে থেকে ৮টা পর্যন্ত গ্যালারি গোল্ডে জয়দেব বসু ও চন্দনা দে-র কিউরেশনে ৩৩ জন শিল্পীর কাজ নিয়ে প্রথম 'এসেন্স আনবাউন্ড' চিত্র প্রদর্শনী।
চন্দনা দে বলেছেন, 'কিউরেটর হিসাবে আমি চন্দনা দে আর জয়দেব বোস আমরা আর আমাদের দল কালারফুল হরাইজন্স শিল্পীদের একটি দল হিসেবে, আমাদের লক্ষ্য হল, এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করা যেখানে একাধিক শিল্পী তাদের কাজ বৃহত্তর দর্শকদের কাছে উপস্থাপন করতে পারবেন।'
চন্দনা দে আরও বলেছেন, 'মূল্যবান এক্সপোজার অর্জন, সহ-সৃজনশীলদের সাথে নেটওয়ার্ক তৈরি এবং একটি একক, সহযোগিতামূলক স্থানে বিভিন্ন ধরণের শৈল্পিক শৈলী এবং দৃষ্টিভঙ্গি প্রদর্শনের সুযোগ করে দেবে।'