Sunita Williams: মহাকাশচারী নাসার নিক হেগ এবং রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। খুশি বিশ্ববাসী। সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীতাদের সঙ্গে ফিরলেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হেগ এবং রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। খুশি বিশ্ববাসী।
ডোনাল্ড ট্রাম্প থেকে নরেন্দ্র মোদি বিশ্বের তাবড় নেতারা সুনীতাদের স্বাগত জানিয়েছেন। দুই মহাকাশচারীকে নিয়ে ক্রু-৯ মিশন পৃথিবী ছুঁতেই নাসার তরফে ভাগ করে নেওয়া হয় সুনীতা ও বুচকে নিয়ে ১০ আকর্ষণীয় তথ্য।
যেমন- ১) মার্কিন মহাকাশচারীদের মধ্যে সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।
সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৬ দিন মহাকাশে কাটানোর সময় মোট ১২১,৩৪৭,৪৯১ মাইল ভ্রমণ করেছেন।
কিন্তু জানেন সুনীতা কোন কোম্পানির সিম ব্যবহার করে?
আজ মজা করে 'জিও' নিজেদের ফেসবুকে পোস্ট করে একটি ছবি যেখানে লেখা রয়েছে 'ডিয়ার কাস্টোমার, সুনীতা উইলিয়ামস এখন ফোনকল নিতে পারবেন।