PHOTOS

Sunita Williams: পৃথিবীতে ফিরতেই মোবাইলে ঢুকল মেসেজ! জানেন, কোন কোম্পানির সিম ব্যবহার করেন সুনীতা?

Sunita Williams: মহাকাশচারী নাসার নিক হেগ এবং রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। খুশি বিশ্ববাসী। সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।

Advertisement
1/6
ফিরলেন
ফিরলেন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীতাদের সঙ্গে ফিরলেন আরও দুই মহাকাশচারী নাসার নিক হেগ এবং রসকসমসের আলেকজান্ডার গর্বুনভ। খুশি বিশ্ববাসী।

2/6
দুই মহাকাশচারী
দুই মহাকাশচারী

ডোনাল্ড ট্রাম্প থেকে নরেন্দ্র মোদি বিশ্বের তাবড় নেতারা সুনীতাদের স্বাগত জানিয়েছেন। দুই মহাকাশচারীকে নিয়ে ক্রু-৯ মিশন পৃথিবী ছুঁতেই নাসার তরফে ভাগ করে নেওয়া হয় সুনীতা ও বুচকে নিয়ে ১০ আকর্ষণীয় তথ্য।

3/6
মার্কিন মহাকাশচারী
মার্কিন মহাকাশচারী

যেমন- ১) মার্কিন মহাকাশচারীদের মধ্যে সুনীতা-ই দ্বিতীয় সর্বোচ্চ সময় মহাকাশে কাটানোর রেকর্ড করেছেন।

4/6
সুনীতা উইলিয়ামস
সুনীতা উইলিয়ামস

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৮৬ দিন মহাকাশে কাটানোর সময় মোট ১২১,৩৪৭,৪৯১ মাইল ভ্রমণ করেছেন। 

5/6
কোন কোম্পানি
কোন কোম্পানি

কিন্তু জানেন সুনীতা কোন কোম্পানির সিম ব্যবহার করে? 

 

6/6
ফেসবুকে পোস্ট
ফেসবুকে পোস্ট

আজ মজা করে 'জিও' নিজেদের ফেসবুকে পোস্ট করে একটি ছবি যেখানে লেখা রয়েছে 'ডিয়ার কাস্টোমার, সুনীতা উইলিয়ামস এখন ফোনকল নিতে পারবেন।  





Read More