PHOTOS

Share Market Crash | Donald Trump: ট্রাম্পের হুঙ্কারে হাহাকার ভারতের বাজারে, মাত্র ৪ ঘণ্টায় পুড়ে ছাই ১০ লক্ষ কোটি...

Share Market Crash | Donald Trump: স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে ২৫ শতাংশ শুল্ক বসানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বাণিজ্য যুদ্ধ লাগার কথাই ছিল

Advertisement
1/5
টানা ধস
টানা ধস

মঙ্গলবার পরপর পাঁচদিন পড়ল শেয়ার বাজার। সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। নিফটি পড়ল ৩০০ পয়েন্ট। প্রাইভেট ব্যাঙ্ক ও অটোমোবাইল সেক্টরে শেয়ারের দাম পড়ে গেল হু হু করে।

2/5
আন্তর্জাতিক বাজার
আন্তর্জাতিক বাজার

আন্তর্জাতিক বাজারের শেয়ারের দাম কমার প্রভাব পড়ল দেশিয় বাজারেও।

3/5
সেনসেক্স
সেনসেক্স

এদিন সেনসেক্স পড়ল ১০৫৪ পয়েন্ট। অন্য়দিকে, নিফটি পড়ল ৩৩১ পয়েন্ট। বিএসই ইনডেক্স পড়ল ৯.৮৬ লাখ কোটি টাকা।

4/5
মার্কিন বাজারে ডামাডোল
মার্কিন বাজারে ডামাডোল

মার্কিন বাজারের বর্তমানে ডামাডোল চলছে। এরকম এক পরিস্থিতিতে ভারতের বাজার থেকে  বিপুল টাকা তুলে নিলেন মার্কিন বিনিয়োগকারীরা। স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে ২৫ শতাংশ শুল্ক বসানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বাণিজ্য যুদ্ধ লাগার কথাই ছিল। পাশাপাশি ডলারের তুলেনার ভারতীয় রুপি দাম কমেছে অনেকটাই। সবেমিলিয়ে ভারতের শেয়ার বাজারে প্রবল ধস নেমেছে।

5/5
কোন শেয়ারের উপর প্রভাব
কোন শেয়ারের উপর প্রভাব

এই ধসের প্রভাব বেশি পড়েছে পাওয়ার গ্রিড, জোমাটো, টাটা মোটরস, আলট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিসস্যাভের মতো কোম্পানির উপরে। জোমাটোর শেয়ার ৫ শতাংশ কমে গিয়েছে।   

 





Read More