BrahMos Missile: পাকিস্তানের একাধিক নিশানায় আঘাত হেনেছে ভারতের মিসাইল। যোগী আদিত্যনাথের মতো নেতার দাবি ওইসব মিসাইলের মধ্যে ছিল ব্রহ্মসও
পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে ক্ষমতা দেখিয়ে দিয়েছে ভারতের ব্রহ্মস মিসাইল। দুদেশের লড়াইয়ে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে তার পরীক্ষা হয়ে গিয়েছে। সেই পরীক্ষায় সসম্মনে পাস করেছেন ভারতের ব্রহ্মস
একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর হলে ব্রহ্মসের ক্ষমতা দেখে ভারতের কাছ থেকে ভয়ংকর ওই অস্ত্র কিনতে চেয়েছে দুনিয়ার ১৭ দেশ।
ব্রহ্মসের গতি ও এর নিখুঁত আঘাত হানার ক্ষমতার জন্য এটি দুনিয়ার নজর কেড়েছে।
ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক নিশানায় আঘাত হেনেছে ভারতের মিসাইল। যোগী আদিত্যনাথের মতো নেতার দাবি ওইসব মিসাইলের মধ্যে ছিল ব্রহ্মসও।
ইতিমধ্যেই ফিলিপিন্সের মতো দেশকে ৩৭৫ মিলিয়ন ডলারে ব্রহ্মস বিক্রি করেছে ভারত।
ফিলিপিন্সের পর এবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ব্রুনেই, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, বেনেজুয়েলা, ইজিপ্ট, দক্ষিণ আফ্রিকা, মিশর, বুলেগিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশ ব্রহ্মস কিনতে চেয়েছে।
ব্রহ্মস হল ভারতের সবচেয়ে দ্রুতগামী মিসাইল। এটির গতি ৩ ম্যাচ। এটি বহন করতে পারে ২০০-৩০০ কেজি পে লোড। এর পাল্লা ৮০০ কিলোমিটার। অর্থাত্ এটি পৌঁছে যেতে পারে পাকিস্তানের যেকোনও জায়গায়।