Sri Lanka Bus Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে পড়ল পাহাড়ের খাদে ১০০ মিটার গভীরে। ঘটনাস্থলেই মৃত কমপক্ষে ২১।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বাস দুর্ঘটনা। এক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে গিয়ে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত কমপক্ষে ৩০।
ঘটনাটি ঘটে, শ্রীলঙ্কায়। জানা গিয়েছে, শ্রীলঙ্কার কোটমালেতে বাস চালক পাহাড়ি অঞ্চলে বা দিকে নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
পুলিস সূত্রে খবর, সরকারি বাসটি ৭৫ যাত্রীকে নিয়ে দক্ষিণাঞ্চলীয় তীর্থস্থান কাটারাগামা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুরুনেগালায় যাচ্ছিল।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে ১০০ মিটার গভীরে গিয়ে পড়ে।
পরিবহন ও মহাসড়ক উপমন্ত্রী প্রসন্ন গুণসেনা জানিয়েছেন যে দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কায় এই ধরণের ভয়ংকর বাস দুর্ঘটনা খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রায়শই বেপরোয়া গাড়ি চালানো এবং খারাপ রক্ষণাবেক্ষণের কারণে এই ঘটনাট ঘটে।