Woman Death | WHO: হু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে শুধমাত্র সন্তান প্রসবের সময়ে ও গর্ভাবস্থায় মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৬০ হাজার মহিলার
ক্য়ানসার বা অন্য কোনও প্রাণঘাতী রোগ তো আছেই শুধুমাত্র গর্ভাবস্থায় ও সন্তানের জন্ম দিতে গিয়ে রোজ মৃত্যু হচ্ছে শয়ে শয়ে মহিলার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় উঠে এসেছে গোট দুনিয়ায় রোজ মারা যাচ্ছেন ৭১২ মহিলা। অর্থাত্ প্রতি ২ মিনিটে মারা যাচ্ছেন ১ জন মহিলা। এদের মৃত্যু হচ্ছে গর্ভাবস্থা বা সন্তান প্রসবের সময়।
গত ৭ এপ্রিল হু থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ২০২৩ সালে শুধমাত্র সন্তান প্রসবের সময়ে ও গর্ভাবস্থায় মৃত্যু হয়েছে মোট ২ লাখ ৬০ হাজার মহিলার।
বিশেষজ্ঞদারে দাবি, এই বিপুল সংখ্যক মহিলার মৃত্যু হচ্ছে শুধুমাত্র অসচেতনতা ও মাতৃত্বকালীন মায়ের ঠিকঠাক পরিচর্যা ও চিকিত্সা না পাওয়ার কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আধিকারিক নাটালিয়া কানেম বলেন, ২০০০ সালের হিসেব অনুযায়ী প্রসূতি মৃত্যুর হার কমেছে। এরপরও পরিসংখ্যানটা ভীতিপ্রদ। ২০০০-২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে মা হওয়ার সময় মৃত্যুর হার ৪০ শতাংশ কমেছে।
২০২৩ সালে ২ লক্ষ ৬০ হাজার মহিলা মারা গিয়েছেন। এদের মধ্যে নব্বই শতাংশই গরিব দেশগুলির।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বের অধিকাংশ দেশে গর্ভাবস্থায় মহিলারা কতটা বিপদের মধ্যে রয়েছে তা ওই রিপোর্ট দেখেই মনে হয়। মাতৃত্বকালীন স্বাস্থ্য জটিলতা আগের থেকে কিছুটা কমেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযয়াী, কোভিড অতিমারীর সময় মাতৃত্বকালীন মৃত্যু অনেকটাই বেড়েছে। এখন তা অনেকটাই কমেছে।
২০২১ সালে গর্ভাবস্থা ও মাতৃত্বকালীন মৃতের সংখ্যা প্রায় ৪০ হাজার বেড়ে যায়। ২০২০ সালে এই সংখ্যা ছিল ২ লক্ষ ৮২ হাজার। ২০২১ সালে তা বেড়ে হয় ৩ লাখ ২২ হাজার।
প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের সময়ের সেই সংকট কেটে গিয়েছে। ফলে এখন মহিলাদের দিকটিতে নজর দিতে হবে।