PHOTOS

Cyclone Update: একসঙ্গে তৈরি হল ৬ প্রবল ঘূর্ণিঝড়, কোথায় প্রভাব?......

Advertisement
1/5
৬ সাইক্লোন
৬ সাইক্লোন

একসঙ্গে তৈরি হয়েছে ৬টি সাইক্লোন। এইসব সাইক্লোন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ গোলার্ধে। কয়েক দশক পরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ওইসব সাইক্লোনের মধ্যে ৩টি তৈরি হয়েছে ভারত মহাসাগরে। বাকী ৩টি তৈরি হয়েছে প্রশান্ত মহাসাগরে।

 

2/5
কোথায় প্রভাব
কোথায় প্রভাব

ওইসব ঘূর্ণিঝড়ের জেরে তৈরি হল প্রবল ঘূর্ণিঝড় । এর প্রভাব পড়েছে উত্তর নিউ জিল্যান্ড, উত্তর পূর্ব অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও মাদাগাস্কার উপকূলে।

3/5
অনেক আগে এরকম হয়েছিল
 অনেক আগে এরকম হয়েছিল

প্রশান্ত মহাসাগরে এরকমই একসঙ্গে ৬টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯৭৪ সালে। আটলান্টিকে একসঙ্গে ৫টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল ১৯৭১ সালে।

4/5
সাইক্লোন রে
সাইক্লোন রে

গত ২২ ফেব্রুয়ারি সাইক্লোন রে তৈরি হয়েছিল দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরে ফিজির কাছাকাছি। ঝড়ের গতি ছিল ১০০ কিমি প্রতি ঘণ্টায়। সাইক্লোন সেরু তৈরি হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। এটি তৈরি হয়েছিল সলোমন দ্বীপের উপরে। এটি বয়ে গিয়েছিল ভানুয়াতুর উপর দিয়ে। সাইক্লোন আলফ্রেড গত ২৪ ফেব্রুয়ারি প্রশান্ত মহাসাগরে। এই সপ্তাহের শেষে এটি আঘাত হানতে পারে দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়াতে।

5/5
সাইক্লোন বিনাকা
সাইক্লোন বিনাকা

গত ২৩ ফেব্রুয়ারি ভারত মহাসাগরে তৈরি হয়েছিল সাইক্লোন বিনাকা। এটি শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার দিকে চলে যায়। সাইক্লোন হোন্দে। গত ২১ ফেব্রয়ারি এটি তৈরি হয় ভারত মহাসাগরে। এটি মাদাগাস্কারে আঘাত হানে। প্রায় ২১০০০ মানুষকে সরিয়ে নিতে হয়।





Read More