World's most beautiful twins: মেয়েদের ৭ বছরের জন্মদিনে মা জ্যাকি, যমজ কন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেই বেড়ে যায় লক্ষ, লক্ষ ফলোয়ার। মূহুর্তেই হয়ে ওঠে বিশ্বের সেরা সুন্দরী যমজ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ছয় মাস বয়স থেকে মডেলিং শুরু করেছিল লিয়া রোজ এবং আভা মেরি ক্লেমেন্টস। তাদের মা জ্যাকি ক্লেমেন্টস একরকম ঘটনাক্রমেই মেয়েদের মডেলিং জগতে নিয়ে এসেছিলেন, তারা এখনও প্রাইমারি স্কুলে পড়ে।
২০১৭ সালের জুলাই মাসে, মেয়েদের ৭ বছরের জন্মদিনে, জ্যাকি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাদের প্রতিদিনের জীবনের মুহূর্তগুলো শেয়ার করতে থাকেন। আর মাত্র ছয় মাসের মধ্যেই তাদের ১,৩৯,০০০ ফলোয়ার হয়ে যায়! তবে এটা ছিল কেবল শুরু মাত্র।
লম্বা বাদামী চুল আর গভীর নীল-সবুজ চোখের জন্য খুব দ্রুত তারা জনপ্রিয় হয়ে ওঠে। বড় বড় ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নিতে শুরু করে। তাদের আরও এক বড় ভাই রয়েছে, যার নাম চেজ।
এরপর, এলএ মডেলস (LA Models) আর এরিস ট্যালেন্ট এজেন্সি(Eris Talent Agency)-এর সঙ্গে চুক্তি সই করে, আর খুব দ্রুত Nike, Disney, Mattel, এবং Target-এর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের মুখপাত্র(Ambassador) হয়ে ওঠে। শুধু তাই নয়, তারা La Petite এবং VÉG-A-PORTÉR-এর মতও জনপ্রিয় ম্যাগাজিনেও নিজেদের জায়গা করে নেয়।
মাত্র দুই বছরের মধ্যেই, ক্লেমেন্টস যমজদের ইনস্টাগ্রামে এক মিলিয়ন ফলোয়ার হয়ে যায়, আর সুযোগ আসতে থাকে একের পর এক। তবে, তাদের মা জ্যাকি প্রায়ই তীব্র সমালোচনার মুখে পড়েন। অনেকেই বলেছিল, তিনি জোর করে মেয়েদের দিয়ে মডেলিং করাচ্ছেন।
কিন্তু মা, জ্যাকি সাফ জানিয়ে দেন, মডেলিং করাটা পুরোপুরি তাদের স্বপ্ন। বরং, তিনি আর তার স্বামী কেভিন ক্লেমেন্টস মেয়েদের স্বপ্নপূরণে পাশে দাঁড়িয়েছেন তাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন, কিন্তু এক টাকাও তাদের কাছ থেকে নেননি।
এখন, তাদের মাত্র ১৪ বছর বয়স, তবে তাদের কেরিয়ারের সফলতা একটুও কমেনি। ইনস্টাগ্রামে তাদের এখন ২.১ মিলিয়ন ফলোয়ার, আর শুধু মডেলিং নয়, তারা মানুষের জন্যও অনেক কাজ করছে।
তাদের বাবা কেভিন লিউকেমিয়া এবং লিম্ফোমায় আক্রান্ত হন এবং ট্রান্সপ্ল্যান্টও করান। মেয়েরা বুঝতে পারে, এমন পরিস্থিতির সম্মুখীন অনেক পরিবার আছে, যাদের সাহায্যের দরকার। তাই তারা অস্থিমজ্জা ট্রান্সপ্ল্যান্ট নিয়ে সচেতনতা তৈরি করতে শুরু করে।
যদিও তারা এখনও স্কুল শেষ করেনি, তবুও তারা এমন এক কেরিয়ার উপভোগ করছে, যা অনেকে কেবল স্বপ্নই দেখে। সব দিক দিয়েই মনে হচ্ছে, এটা তাদের জন্য কেরিয়ারের কেবল শুরুর পথ মাত্র।