Atm withdrawal charges hike: ২০২২ সালে এটিএম থেকে টাকা তোলের ক্ষেত্রে চার্জ চাপিয়ে ছিল আরবিআই। টানা ২ বছর তা বদল হয়নি
আগামিকাল ১ মে থেকেই বাড়ছে এটিএম থেকে টাকা তোলার খরচ। এনিয়ে একটি নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
এটিএম-এ টাকা তোলার একটি সীমা রয়েছে। সেই সীমা পার করে গেলে এবার দিতে হবে প্রতি লেনদেন ২৩ টাকা। এতদিন এই ফি ছিল ২১ টাকা।
আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী একজন গ্রাহক ফ্রি চার্জে ৫ বার টাকা তুলতে পারবেন। অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা যাবে ৩ বার।
মেট্রো শহরের বাইরের এলাকায় ফ্রিতে টাকা তোলা যাবে ৫ বার। ওই সীমা পেরিয়ে যাওয়ার পরই দিতে হবে ফি।
২০২২ সালে এটিএম থেকে টাকা তোলের ক্ষেত্রে চার্জ চাপিয়ে ছিল আরবিআই। টানা ২ বছর তা বদল হয়নি। এবার তা বদল করা হল।