PHOTOS

Avijatrik: সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে বড়পর্দায় অপুর প্রত্যাবর্তন

Advertisement
1/6
বড়পর্দায় অপু
বড়পর্দায় অপু

নিজস্ব প্রতিবেদন: ১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত 'অপুর সংসার'(Apur Sansar)। ছবিটি ঠিক যেখানে শেষ করেছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়। 'অভিযাত্রিক'-এর গল্প ঠিক সেখান থেকেই শুরু করেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। 

 

2/6
ঘরে ফেরা
ঘরে ফেরা

'অভিযাত্রিক' ছবিতে উঠে আসবে অপু ও তাঁর ছেলে কাজলের কথা। ১৯৫৯ সালে 'অপুর সংসার' ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু। 

 

3/6
অপুর ভূমিকায়
অপুর ভূমিকায়

এই ছবিতে অপু ও তাঁর ৬ বছরের ছেলে কাজলের সম্পর্কের ছবিই আঁকা হবে। ছবিতে অপুর ভূমিকায় দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে (Arjun Chakraborty)। 

 

4/6
অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া
অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া

অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অপুর বন্ধু শঙ্করের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী (sabyasachi Chakraborty), বউরানির ভূমিকায় তনুশ্রী শঙ্কর (Tanushree Shankar) অভিনয় করেছেন। 

 

5/6
লীলার ভূমিকায়
লীলার ভূমিকায়

লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রানু দিদির ভূমিকায় শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) এবং অপুর ছেলে কাজলের ভূমিকায় আয়ুষ্মান মুখোপাধ্যায়কে (Ayushman Mukherjee) দেখা যাবে। 

 

6/6
দেশে বিদেশে সমাদৃত
দেশে বিদেশে সমাদৃত

ছবির অন্যতম প্রযোজক মধুর ভান্ডারকর। ছবির সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। দেশে বিদেশে বিভিন্ন ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে এই ছবি। সর্বত্রই প্রশংসা কুড়িয়েছে অভিযাত্রিক। ৩ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি ছবির প্রিমিয়ারে হাজির ছিল ছবির গোটা টিম। 





Read More