অনন্ত আম্বানির জন্মদিন সেলিব্রেশনে গান গাইলেন সলমান। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিয়ো।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ এপ্রিল ছিল অনন্ত আম্বানির জন্মদিন। জামনগরেই হল জন্মদিনের সেলিব্রেশন। সেই উদযাপনেই যোগ দিতে হাজির বলিউডের একাধিক তারকারা। তাঁদের মধ্যেই অন্যতম ছিলেন সলমান খান এবং বি প্রাক।
সংগীতশিল্পী বি প্রাক সোশ্যাল মিডিয়ায় বার্থ-ডে সেলিব্রেশনের ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যায় সলমান গান গাইছেন।
View this post on Instagramবি প্রাকের শেয়ার করা প্রথম ছবিতে তাঁকে, অনন্ত আম্বানি এবং সলমান খানকে একসঙ্গে দেখা যায়।
পরের স্লাইডে ছিল একটি ভিডিয়ো। যেখানে বি প্রাক এবং সলমান খান একসঙ্গে গান গাইছেন। অ্যানিমাল ছবির 'সারি দুনিয়া জালা দেঙ্গে' গানটি গাইতে শোনা যায়।
তৃতীয় স্লাইডে ওই গানের সুরে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনন্ত আম্বানিকে।
পোস্টটি শেয়ার বি প্রাক লেখেন, 'আপনার জন্মদিনে আপনার জন্য পারফর্ম করে নিজেকে ধন্য মনে হচ্ছে। ভগবান আপনাকে আর্শীবাদ করুক। আপনি একজন রত্ন। সলমান স্যারকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমাকে পরিবারের মত ভালোবাসার জন্য।'
১ মার্চ থেকে শুরু হয়েছিল অনন্ত-রাধিকার প্রিওয়েডিং অনুষ্ঠান। গুজরাতের জামনগরে বসেছিল বিয়ের আসর। এবছরের জুলাইয়ে সাতপাকে বাধা পড়তে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট।