নাস্ত্রাদামুস কিংবা বুলগেরিয়ার মিস্টিক বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নাড়িয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। নিজের মৃত্যুর সময়ও বলে গিয়েছিলেন আগে থেকেই। তা মিলে গিয়েছে আশ্চর্যজনকভাবে। ৫০৭৯ সাল পর্যন্ত প্রাসঙ্গিক এমন বহু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন যা নিয়ে চিন্তায় গোটা বিশ্ব। ২০২৫ সালের জন্য যেসব কথা আগাম বলে গিয়েছিলেন তার ২টি ইতিমধ্যেই ফলে গিয়েছে।
বাবা ভাঙ্গা বলেছিলেন ২০২৫ সালের নতুন এক রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। বছরের শুরুতেই করোনার মতোই সেই চিন দেখা দিয়েছে এইচএমপিভি ভাইরাসের প্রাদুর্ভাব। ভারতেও ওই রোগ ঢুকে পড়েছে।
এ বছরের জন্য় বাবা ভাঙ্গার অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে আরও একটি ছিল বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। ইতিমধ্য়েই তিব্বতে ভয়ঙ্কর ভূমিকম্প তোলপাড় করেছে। মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। পাশাপাশি, তীব্র দাবানলে ছারখার লস অ্যাঞ্জেসলেসের একাংশ। পুড়েছে হলিউডও। প্যারিস হিল্টনের মতো অভিনেত্রী কোটি কোটি টাকা বাড়ি পুড়ে ছাই। এদিকে সৌদি আরবের বন্যা দেখা দিয়েছে। ইতিহাসে নজীরবিহীন বন্যায় কবলিত হয়েছে সৌদি আরবের মক্কা ও মদীনা। এববছর প্রবল গরম পুড়বে বিশ্ব। এমনটাই বলেছে আবহাওয়া দফতর। ফলে আরও কী দেখতে হবে জানা নেই বিশ্বের।
বাবা ভাঙ্গার আরও যেসব ভবিষ্যদ্বাণী রয়েছে তার মধ্যে রয়েছে ২০২৫ সালে ইউরোপে ভয়ংকর এক যুদ্ধ হবে। কেউ কেউ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধের আরম্ভ এবছরই হয়ে যাবে। তিনি আরও বলেছেন, পৃথিবীর কোথাও না কোথাও যুদ্ধের আগুন জ্বলতে থাকবে।
বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণীর মধ্যে আরও রয়েছে, ২০২৫ সালে প্রযুক্তির অগ্রগতিতে নতুন যুগের সূচনা হবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে পৃথিবীর হিমবাহ আর মেরুবরফ গলে যাবে। সমুদ্রের উচ্চতা বাড়বে, পৃথিবীর অনেক অঞ্চল পানির নিচে তলিয়ে যাবে। অনেক মানুষ বাড়িঘর হারাবে। এবার দেখা যাক এই আলোচিত জ্যোতিষীর কোন কোন কথা সত্য হয়।