Baba Vanga on India Pakistan Tension: বাবা ভাঙ্গা কী নিয়ে কথা বলেননি? এবার জানা গেল বাবা ভাঙ্গার এক অবিশ্বাস্য পূর্বাভাস। সকলে আশ্চর্য হচ্ছেন, এটা নিয়েও তিনি বলে গিয়েছেন? কী নিয়ে? একটি ছোট্ট যন্ত্র নিয়ে। কোন যন্ত্র?
বাবা ভাঙ্গা কী নিয়ে কথা বলেননি? এবার জানা গেল বাবা ভাঙ্গার এক অবিশ্বাস্য পূর্বাভাস। সকলে আশ্চর্য হচ্ছেন, এটা নিয়েও তিনি কথা বলেছেন? কী নিয়ে?
বাবা ভাঙ্গার মতে, ভবিষ্যতে একটি ছোট যন্ত্র (small device) আগামী দিনে পৃথিবীবাসীকে বিরাট সমস্যায় ফেলবে। মানুষ এর জেরে মানসিক রোগীতে পরিণত হবে।
কী এই ছোট যন্ত্র তথা স্মল ডিভাইস? অনুমান, এটিই হয়তো মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়েই বাবা ভাঙ্গা এই আগাম সতর্কতা জানিয়েছেন।
কেননা, মোবাইল সত্যিই একটি ছোট ডিভাইস। এবং তা মানুষকে খুবই সমস্যায় ফেলছে। আসক্ত করে তুলছে। মোবাইলের অপপ্রভাবে নাজেহাল এই প্রজন্ম।
মোবাইল এখন মানবজীবনের অঙ্গ। মোবাইল ছাড়া একালের মানুষ সত্যিই একদণ্ডও বাঁচতে পারেন না! মোবাইল হাতের কাছে না থাকলে তাঁরা কেমন যেন অনিশ্চয়তাায় ভোগেন। আর এটাই তাঁদের ক্রমশ মোবাইলের প্রতি বিশ্রী ভাবে আসক্ত করে তুলছে।
আর এই বিষয়টাই সামগ্রিক ভাবে মানবজীবনের উপর দারুণ কুপ্রভাবও ফেলছে। মানুষের শরীর ও মনের উপর খুবই খারাপ প্রভাব ফেলছে এই মোবাইল-নির্ভরতা!
দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে স্লিপ ডিসঅর্ডার হয়। মানুষ ডিজিটাল ডিপ্রেশন ও অ্যাংজাইটির শিকার হন। শিশুদের বৃদ্ধিতেও প্রভাব ফেলে। দৃষ্টির সমস্যা তৈরি হয়। মোবাইলের স্ক্রিন থেকে বেরনো ইলেকট্রো ম্য়াগনেটিক রেডিয়েশনে মস্তিষ্কের স্বাস্থ্যেরও প্রভূত ক্ষতি হয়।
সম্প্রতি বাবা ভাঙ্গার আর একটি কথাও খুব প্রাসঙ্গিক হয়ে পড়েছে, বিশেষত ভারত-পাকিস্তান সংঘাতের আবহে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে ২০২৫ সালে এক চরম সংঘাতের কথা বলা হয়েছে। বলা হয়েছে, ইউরোপেও যুদ্ধ হতে পারে। তবে শুধু ইউরোপ নয়, তিনি বলেছিলেন বিশ্ব জুড়েই যুদ্ধ বাধবে। হলও ঠিক তাই। লেগেও গেল ভারত-পাক যুদ্ধ!