Baba Vanga's Positive Predictions: ২০২৫ সালে বাবা ভাঙ্গাকে নিয়ে যত চর্চা চলছে, তেমন সম্ভবত আর কাউকে নিয়ে হয়নি। বলেছিলেন ভূমিকম্প হবে। অক্ষরে-অক্ষরে মিলেছে সে কথা। সম্প্রতি মায়ানমার চোখ খুলে দিয়েছে। হাজার-হাজার মানুষের মৃত্যু ঘটেছে সেখানে। কিন্তু বাবা ভাঙ্গা কি শুধু খারাপ জিনিসের পূর্বাভাসই দেন?
বাবা ভাঙ্গা ২০২৫ সালে ভয়ংকর ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছেন। মায়ানমার-ব্যাংকক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বাবা ভাঙ্গা কতটা নির্ভুল হতে পারেন! বিশ্ব জুড়ে এক বিপুল মন্দা আসার কথাও বলেছিলেন তিনি। 'গ্লোবাল ইকনমিক ডিজাস্টার'! ট্রাম্পের শুল্ক-পর্বের পরে বাবা ভাঙ্গার এই কথাও ক্রমশ সত্যি হতে চলেছে কি? কে জানে!
সবচেয়ে বড় কথা, এই ২০২৫ সালেই ইউরোপে শুরু হবে এক দারুণ সংঘাত। বাবা ভাঙ্গা বলেছেন, বড় ধরনের যুদ্ধ হবে ইউরোপে। ইউরোপের এই সংঘাতে বহু মানুষের মৃত্যু ঘটবে।
২১৩০ সালে মানবজাতি এক্সট্রাটেরেস্ট্রিয়াল জগতের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ২১৭০ সালে আসবে খরা। বিশ্বব্যাপী এক খরা। সেই মারণ খরায় ফুরোবে বিশ্বের সব জল, ফুরোবে সব খাবার। ৩০০৫ সালে পৃথিবী মঙ্গলগ্রহের কোনও এক সভ্যতার সঙ্গে লড়াইতে জড়িয়ে পড়বে। ৩৭৯৭ সালে মানুষ পৃথিবী ছাড়তে বাধ্য হবে, কেননা তখন থেকে পৃথিবী বসবাস-অযোগ্য এক জায়গায় পরিণত হবে।
আগামী ২০৭৬ সালে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবেন বামেরা। প্রতিষ্ঠা হবে কমিউনিজম।
আসছে পরিবেশগত বৈপরীত্য। জলবায়ুর বড় রকমের বদল। মেরুবরফ গলবে। এটা হবে ২০৩৩ সাল নাগাদ।
কিন্তু তাঁর সব পূর্বাভাসই তো দূরবর্তী সময়ের। কাছাকাছি সময়ের কিছু নেই? আছে বইকি! মাত্র ৩ বছর পরে, ২০২৮ সাল নাগাদ মানুষ ভেনাস বা শুক্রগ্রহ এক্সপ্লোর করতে শুরু করবেন। এই শুক্রগ্রহসন্ধান আসলে বিকল্প শক্তির একটা জায়গা হিসেবেই গৃহীত হবে।