PHOTOS

Baba Vanga Predicts: বাবা ভাঙ্গা বলছেন আগামী ৬ মাস আর ফিরে তাকাতে হবে না, অপ্রত্যাশিত ভাবে কোটিপতি হবেন এঁরা...

Baba Vanga Says Who Will Be Millionaires: বছরের বাকি সময়টা জুড়ে কয়েকটি রাশির জাতকদের আর পিছন ফিরে তাকাতে হবে না। এঁরা বিপুল ধনী হয়ে উঠবেন! কারা কারা?

Advertisement
1/7
যা বলেছেন মিলেছে
যা বলেছেন মিলেছে

বাবা ভাঙ্গা যা বলেছেন, তা-ই তো দেখা যাচ্ছে ইদানীং সত্য হয়ে যাচ্ছে! 

2/7
২০২৫
২০২৫

বিশেষ করে ২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা যা-যা বলে গিয়েছেন, সব একেবারে এক্ষরে-অক্ষরে মিলে যাচ্ছে!

3/7
সৌভাগ্য
সৌভাগ্য

সুতরাং এটাও মিলবে। ২০২৫ সালের বাকি সময়টায় কয়েকটি রাশির জাতক জাতিকা বিপুল সৌভাগ্যের মুখোমুখি হবেন, পাবেন বিপুল টাকা। কাদের?

 

4/7
এবার বিলিওনেয়ার?
এবার বিলিওনেয়ার?

মেষরাশির জাতকদের মাথায় মঙ্গলের কৃপা থাকেই। বাবা ভাঙ্গা বলছেন, এঁরা এবার বিলিওনেয়ার হবেন! এঁরা সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ হন। এটাই এঁদের এগিয়ে দেবে।

5/7
বিপুল ধনসম্পত্তির মালিক
বিপুল ধনসম্পত্তির মালিক

শুক্রের আশীর্বাদ পুষ্ট বৃষরাশির জাতকেরা এই বছরের বাকি সময়টুকুর মধ্যে বিপুল ধনসম্পত্তির মালিক হবেন। এঁদের জীবনে বিপুল ইতিবাচক পরিবর্তন আসবে।

6/7
অপ্রত্যাশিত প্রাপ্তি
অপ্রত্যাশিত প্রাপ্তি

বুধ এই রাশির অধিপতি। এই সময়ে এঁরা ভবিষ্যতের জন্য ভালো পরিকল্পনা করবেন। অপ্রত্যাশিত সব প্রাপ্তি ঘটবে এঁদের। দারুণ সাফল্য আসবে, আসবে প্রচুর টাকাও। 

7/7
নতুন সুযোগ
নতুন সুযোগ

সূর্য এঁদের অধিপতি। এঁরা এই সময়ে ব্যবসা শুরু করতে পারবেন। এঁদের বহু নতুন নতুন সুযোগ আসবে। আর্থিক প্রতিপত্তি বাড়বে। 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More