Baba Vanga prediction: আগামী দিনে ঠিক কী কী হতে চলেছে কপালে? নির্দিষ্ট সময় পর পর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে ৷ এবার ত্রিলোক কাঁপতে চলেছে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি ১৯৯৬ সালে মারা গেছেন, কিন্তু তাঁর করা ভবিষ্যদ্বাণীগুলো এখনও আলোচনার কেন্দ্রে থাকে, বিশেষ করে প্রাকৃতিক বিপর্যয়ের প্রেক্ষিতে। ‘বলকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত এই মহিলা নানা সময় এমন সব অদ্ভুত ও অস্পষ্ট ভবিষ্যদ্বাণী করে গেছেন, যা শুনলে অনেকেরই গায়ে কাঁটা দেয়।
বাবা ভাঙ্গা ২০২৫ সালের আগস্ট মাসে “ডাবল আগুন” সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, “আকাশ ও মাটি থেকে একযোগে উদিত হবে ডাবল আগুন।” যদিও এই উক্তিটির অর্থ স্পষ্ট নয়, কিন্তু এটি ঘিরে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, কেউ কেউ মনে করছেন এই আগুন বলতে বন্যাগ্নি (wildfire) বা আগ্নেয়গিরির উদ্গীরণ বোঝানো হয়েছে। আবার অনেকের দাবি, এটি হয়তো কোনও উল্কা বা গ্রহাণুর পৃথিবীতে পতনের সংকেত হতে পারে।
আরেকটি ভবিষ্যদ্বাণীতে বাবা ভাঙ্গা বলেছেন, আগস্ট মাসে মানবজাতি এমন একটি জ্ঞানের খুব কাছাকাছি পৌঁছে যাবে, যা তারা “জানতে চায়নি”। তিনি হুঁশিয়ার করে বলেছিলেন, “যা একবার খোলা হয়ে যায়, তা আর বন্ধ করা যায় না।”
এই অদ্ভুত ভবিষ্যদ্বাণী নিয়ে অনেকেই ধাঁধায় পড়েছেন। কেউ কেউ বলছেন, এটি কোনো জৈবপ্রযুক্তি আবিষ্কার বা কৃত্রিম বুদ্ধিমত্তা -র বিপজ্জনক অগ্রগতির ইঙ্গিত হতে পারে।
বাবা ভাঙ্গার একটি আলোচিত ভবিষ্যদ্বাণীতে তিনি বলেছিলেন —“একীভূত হাত দুটি ভাগ হয়ে যাবে, এবং প্রত্যেকটি চলবে নিজের পথে।” এই বাক্যটিকে অনেকেই রাজনৈতিক সংকট বা ভাঙনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
কেউ কেউ মনে করছেন, এটি হয়তো NATO বা ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে মতভেদ, বিভাজন বা সদস্য দেশগুলোর বেরিয়ে যাওয়ার সংকেত হতে পারে।
আবার কেউ মনে করছেন, এটি পশ্চিমা এবং প্রাচ্য রাষ্ট্রগুলোর মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক। এই সমস্ত ভবিষ্যদ্বাণীগুলোর অর্থ নিয়ে এখনও নানা মত, বিশ্লেষণ ও বিতর্ক চলেছে। তবে একটি বিষয় পরিষ্কার — তার কথাগুলি যতই অস্পষ্ট হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর প্রাসঙ্গিকতা নতুন করে ভাবতে বাধ্য করছে সবাইকে।