PHOTOS

Maheshtala Blast: বাজি কারখানায় বিস্ফোরণ, গাছের ডালে বাড়ির চাল

Advertisement
1/5
ঘরের চাল উড়ে গাছের মাথায়
ঘরের চাল উড়ে গাছের মাথায়

অয়ন ঘোষাল: বিস্ফরোণে ঘরের চাল উড়ে যায় গাছের মাথায়। মহেশতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! আগুন পুড়ে মৃত ৩। কীভাবে? বিস্ফোরণের কারণ স্পষ্ট নয় এখনও।  এলাকায় তুমুল আতঙ্ক।

2/5
ঘটনাস্থলে দমকলমন্ত্রী
ঘটনাস্থলে দমকলমন্ত্রী

ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।  

3/5
দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ
দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ

ঘটনার ফরেন্সিক তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দমকলমন্ত্রী।

4/5
মজুদ ছিল বারুদ
মজুদ ছিল বারুদ

বাড়িতে মজুত ছিল বারুদ সহ অতি দাহ্য পদারররথ। কিন্তু এখানে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিওনা। এই চত্তরে বাজি এইভাবেই তৈরি হয় কিন্তু আগুন নেভানোর ব্যবস্থা ছিল না। 

5/5
কী বললেন মন্ত্রী?
কী বললেন মন্ত্রী?

দম কলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, 'এটি কুটির শিল্প। তবু চেষ্টা হবে। যে সমস্ত লাইসেন্সবিহীন ব্যবসায়ী যাদের আলাদা করে ব্যবসা করার জায়গা নেই এবং বাড়িটাই যাদের কারখানা তাঁদেরকে যদি কোনও একটা জায়গায় আলাদা করে দেওয়া যায়'।  





Read More