Pori Moni: সম্প্রতি পরীমণি নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। লেখেন, 'হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি। সারা বছরই প্রায় ব্যক্তিগত জীবন থেকে নানা দিক নিয়ে চর্চায় থাকেন তিনি। কখনও বিয়ে, কখনও ডিভোর্স, কখনও আবার সংবাদকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি।
এইসবের মাঝেই ফের ব্যক্তিগত জীবন নিয়ে লাইমলাইটে পরী। জানা গিয়েছে, ফের প্রেমে পড়েছেন অভিনেত্রী।
শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর উঠে এসেছিলেন শিরোনামে। তাঁর প্রেম ও বিচ্ছেদ নিয়ে কম সমালোচনা হয়নি সেসময়। সেই সময় অবশ্য অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ডিভোর্সি, প্রেম করছেন না। প্রেমের ইচ্ছেটাই নেই আর।
কিন্তু সেই গুড়ে বালি। প্রেমে পড়েছেন পরীমণি। এইকথা নিজেই প্রকাশ্য স্বীকারও করেছেন।
সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন। লেখেন, 'হ্যাঁ, আমি আবার প্রেমে পড়েছি।'
View this post on Instagramভিডিয়োতে শুধু একটি জানালায় তাঁর হাত দেখা যায়। এই পোস্টের পরই শুরু হয় জোর চর্চা।