Sonia Gandhi-Sheikh Hasina: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়েকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু শপথ গ্রহণ অনুষ্ঠানই নয়, সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কার সঙ্গেও দেখা করলেন তিনি।
রবি ত্রিবেদী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কারণেই শনিবার দিল্লি পৌঁছেছেন তিনি। শপথ গ্রহণের অনুষ্ঠান ছাড়াও এদিন তিনি দেখা করলেন গান্ধী পরিবারের সঙ্গেও।
বাংলাদেশ হাইকমিশনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আমন্ত্রণ জানান শেখ হাসিনা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গান্ধী পরিবার ও শেখ হাসিনার বেশ কিছু অন্তরঙ্গ ছবি।
হাসিনার মতোই এদিন বাংলাদেশের জামদানি পরেন সোনিয়া গান্ধীও।
বরাবরই গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনার পরিবারের শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগতস্তরেও ভালো সম্পর্ক।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। দুই পরিবারেরই একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা রয়েছে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।