জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে-বিচ্ছেদ নিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকেন পরীমণি। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল, তরুণ গায়ক শেখ সাদীর প্রেমে পড়েছেন পরী। এরই মধ্যে আবার নতুন করে 'ঘি ঢাললেন' পরী নিজেই।
গত সোমবার ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে শেখ সাদীর নতুন গান 'মনে নাই দয়া'। এই গানটি পরীমণি তাঁর নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেন। ভালোবাসার ইমোজি দিয়ে ছোট একটি ক্যাপশনও লেখেন।
তারপরই কমেন্টের বন্যা বয়ে যায়। একজন লেখেন, 'এভাবে সাদী ভাইকে ‘ছ্যাঁকা’টা না দিলেও হত, পরী।' এই মন্তব্য দেখে চুপ থাকেননি অভিনেত্রী। পাল্টা উত্তরে তিনি লেখেন, 'কেবল তো শুরু। সারাজীবনই দেব।'
অন্যদিকে, পরীর পোস্টে সাদা রঙের ভালোবাসার ইমোজি দিয়েছেন শেখ সাদী নিজেও। তবে এমন ইমোজিতে সন্তুষ্ট হননি পরীমণি, তা মন্তব্যে বোঝা গেছে। পাল্টা মন্তব্যে তিনি লিখেছেন, 'লাল লাগবে আমার।'
পরীমণি অভিনয় দুনিয়ায় আসবার আগেই দূর সম্পর্কের দাদা সমাইল হোসেনকে বিয়ে করেছিলেন। দু বছর পর ফেরদৌস কবীর সৌরভ নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় পরীমণির।
এরপর ২০২০র ১৪ এপ্রিল সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন অভিনেত্রী। তবে সম্পর্ক টেকেনি। অনেকেই বলেন তামিম-পরীমনির বিয়েটা হয়ে গিয়েছিল। এরপর ২০২১-এ সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন নায়িকা। সেই বিয়েও টেকেনি। ফের ২০২২ সালে শরিফুল রাজের সঙ্গে বিয়ে করেন। এক বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীকে ডিভোর্স দেন পরী। এবার ফের প্রেমে পড়েছেন পরী।