Tasnia Farin Wedding: সোমবার আচমকাই কৈশোরের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় মালা দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানা যায় যে অভিনয় জগতে আসার আগেই রেজওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ফারিণের। সেই সম্পর্ককেই এবার পূর্ণতা দিলেন তাঁরা। বিয়ের পরেই হানিমুনে পাড়ি দিয়েছেন নবদম্পতি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফারিণের বিয়ের অদেখা ছবি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত পরিসরে শুধুমাত্র কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করলেন তাসনিয়া ফারিণ। ছবি সৌজন্যে: Umer Aiman khan
দীর্ঘ ৮ বছর সম্পর্কে ছিলেন তিনি, তবে কাকপক্ষীতেও তার টের পায়নি। ছবি সৌজন্যে: Umer Aiman khan
গত ১১ অগাস্ট কৈশোরের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় মালা দিলেন অভিনেত্রী। ছবি সৌজন্যে: Umer Aiman khan
সোমবার আচমকাই বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেত্রী। ছবি সৌজন্যে: Umer Aiman khan
বিয়ের দিন লাল জামদানি শাড়ি ও লাল জামদানির দোপাট্টায় সেজেছিলেন ফারিণ। ছবি সৌজন্যে: Umer Aiman khan
শাড়ির সঙ্গে অভিনেত্রী পরেছিলেন মানানসই সোনার গয়না, কপালে ছোট্ট লাল টিপ ও হাতে মেহেন্দি, ফারিণকে দেখে চোখ ফেরানো ছিল দায়। ছবি সৌজন্যে: Umer Aiman khan
বিয়ের পরেই নবদম্পতি হানিমুনে পাড়ি দিয়েছেন মলদ্বীপে। ছবি সৌজন্যে: Umer Aiman khan
এবার প্রকাশ্যে নবদম্পতির বিয়ের অদেখা ছবি। ছবি সৌজন্যে: Umer Aiman khan
বিয়ের দিনে অন্তঃরঙ্গ ফটোশ্যুট করেন ফারিণ ও রেজওয়ান। সেই ছবিই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি সৌজন্যে: Umer Aiman khan
সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন কয়েক লক্ষ নেটিজেন। ছবি সৌজন্যে: Umer Aiman khan