Surongo: চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’ মুক্তির পর এবার ফের পশ্চিমবঙ্গে রিলিজ হতে চলেছে বাংলাদেশের ছবি ‘সুড়ঙ্গ’। ইতোমধ্যেই বাংলাদেশে মুক্তি পেয়েছে এই ছবি। তবে বাংলাদেশের থেকেও বেশি হলে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে এই ছবি। রিলিজের আগে কলকাতায় হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র পর এবার পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে রায়হান রাফীর ছবি ‘সুড়ঙ্গ’।
ছবি মুক্তির আগে কলকাতায় হাজির আফরান নিশো, তমা মির্জা ও পরিচালক রায়হান রাফীয়।
এই বঙ্গে ছবি নিবেদন করছে এসভিএফ। বুধবার সেই অফিসেই মিলতে দেখা গেল দুই বাংলাকে। একসঙ্গে লাঞ্চ করলেন নিশো, তমা, রাফী, জয়া আহসান ও সৃজিত।
এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রাখেন আফরান নিশো। এদিন তাঁদের সঙ্গে কথা বলতে দেখা গেল মীরকে।
বাংলাদেশের নাটক, ওয়েব সিরিজে জনপ্রিয় মুখ নিশো। বাংলাদেশের পাশাপাশি এবার তাঁকে দেখা যাবে পশ্চিমবঙ্গের বড়পর্দাতেও।
এসভিএফ তাঁদের সোশ্যাল মাধ্যমে জানিয়েছে, ‘মাসুদ কত দূর যাবে নিজের ভালবাসা ময়না-র জন্য, প্রথমবার আসছে বড় পর্দায় আফরান নিশো, খুব শীঘ্রই দেখা হবে সিনেমাহলে। পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে।’
বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশো বললেন, ‘‘এত মানুষের ভালবাসা পেয়ে আপ্লুত আমি। বিশেষ করে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাওয়ার পর এত দারুণ সাড়া পেয়েছি যে ভাবা যায় না।’’