Bangladeshi YouTuber & Actress Shanta Pal: দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে মডেল-অভিনেত্রী শান্তা পালকে। 'ব্যাচেলর ইন ট্রিপ' ছবিতে নাকি বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে মি টু আনেন শান্তা। রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাল আধারকাণ্ডে বৃহস্পতিবার কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী শান্তা পাল। দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে মডেল-অভিনেত্রীকে। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, ২৮শে জুলাই তাঁকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়।
'ব্যাচেলর ইন ট্রিপ' ছবিতে নাকি বড়পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এছাড়াও তামিল ছবি 'ইয়েরালাভা' ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তাছাড়াও বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।
'মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১' - প্রতিযোগিতায় তিনি নাম লিখিয়েছিলেন। কিন্তু সেই প্রতিযোগিতাতেই তিনি এক অনিয়মের অভিযোগ তুলেছিলেন।
শান্তা দাবি করেছিল অডিশন ছাড়া এ কোন এক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রেমিকাকে নির্বাচিত করা হয়। এই ঘটনায় তিনি ঢাকার মহানগর আদালতে মামলা পর্যন্ত দায়ের করেছিলেন।
তিনি আরও অভিযোগ করেছিলেন, ফাইনালের আগেই মডেল তানজিয়া জামান মিথিলাকে, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ঘোষণা করে বিভিন্ন জায়গায় ইমেলে তার নাম পাঠিয়ে দেওয়া হয়।
মডেল অভিনেত্রী নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন? নিজের সমাজ মাধ্যমেই তিনি ক্ষোভে এবং হতাশায় আত্মহনন করবেন বলে হুমকি দেন।
সেই সময় অভিনেত্রী বলেন, যেখানে আমার ভালো কাজের কোন মূল্যায়ন নেই সেখানে, অন্যান্য অনিয়মকারীরা কি করে পরিচিতি পায় পুরস্কার পায়? এভাবে বেঁচে থাকা মূল্যহীন। এ কারণেই নাকি তিনি ফেসবুকে আত্মহত্যার কথা লিখেছিলেন।
টলিউডের পরিচালক, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী রাজীব কুমারের বিরুদ্ধে মি টু আনেন শান্তা। রাজীব কুমারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ এনেছিলেন।
অভিনেত্রী বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে বলেছিলেন, "ফেসবুকের মাধ্যমে রাজীব কুমার সঙ্গে যোগাযোগ হয়। তাকে আমি চিনতাম না। তিনি আমাকে বলেন যে কোন ছবির কথা বলতে দিন ঢাকায় আসবেন। আমি যদি তার ছবিতে কাজ করতে রাজি থাকি, তবে হোটেলের ঘরে গিয়ে তার সাথে কথা বলতে হবে।"
শুধু কুপ্রস্তাব না রাজীব নাকি তাকে আপত্তিকর সব ছবিও পাঠাতে বলেছিলেন। যদিও রাজীব সেই সব অভিযোগ উড়িয়ে দেয়।