Bank 5 Days Working: এবার থেকে ৬ দিন নয়, ৫ দিন খোলা থাকবে পারে ব্যাংক। তবে কাজের ঘণ্টার বাড়তে পারে। প্রায় সমস্ত কাজ পাকা, শুধু সরকারি অনুমোদন পেলেই বছরের শেষ নাগাদ কর্মচারীরা এই সুবিধা পেতে পারেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরে পাঁচ দিন কাজ করার দাবি জানিয়ে আসছেন ব্যাংক কর্মচারীরা। অবশেষে সেই সময় এসে গিয়েছে বলেই মনে করা হচ্ছে।
চলতি বছরের শেষ নাগাদ সরকার এ দাবি পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। আসলে, সম্প্রতি ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন (IBA) এবং কর্মচারী ইউনিয়নগুলির মধ্যে একটি চুক্তি হয়েছে। এখন শুধু সরকারের অনুমোদনের অপেক্ষা।
সরকার অনুমোদন দিলে সপ্তাহে মাত্র পাঁচ দিন ব্যাংক খুলবে। অর্থাৎ শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। বর্তমানে ব্যাংকগুলি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং প্রতি রবিবার বন্ধ থাকে। এছাড়া উৎসবের কারণে অনেক শহরের ব্যাংক বন্ধ রয়েছে।
সূত্রের খবর, যদি ব্যাংক ৫ কার্যদিবসের জন্য অনুমোদন পায়, তবে ব্যাংকের কাজের সময়ও পরিবর্তন হবে। দৈনিক কাজের সময় ৪০ মিনিট বাড়তে পারে। এর মানে হল সকাল ৯.৪৫ থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে।
এ বছরের শেষের দিকে বা ২০২৫ সালের শুরুর দিকে সরকার কর্তৃক বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। যদি সরকারের কাছ থেকে অনুমোদন পাওয়া যায়, তাহলে শনিবারকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে।