PHOTOS

Bank ATM fire: ছাদের টাওয়ারে বাজ পড়তেই এটিএম-এ আগুন! পুড়ে ছাই প্যানেল..

Advertisement
1/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

অয়ন ঘোষাল: ছাদের টাওয়ারে বজ্রপাত। আগুন ধরে গেল উল্টোডাঙা মুচিবাজারের একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে।

2/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

ঘড়ির কাঁটায় তখন সকাল সোয়া ৮টা। গোটা উত্তর কলকাতায় তখন বজ্রবিদ্যুত সহ তুমুল বৃষ্টি হচ্ছে। 

3/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

তখনই বিপত্তি ঘটল উল্টোডাঙার একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএমে। বাজ পড়ে ছাদের টাওয়ারে!

4/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

ছাদে রাখা ভিস্যাট টাওয়ারে বাজ পড়ার সঙ্গে সঙ্গেই সেই আগুন নেমে এল রাস্তার পাশের এটিএমে। 

5/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ৩/১ বিধাননগর রোডের ওই বেসরকারি ব্যাঙ্কের এটিএমে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। 

6/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

মিনিট ২০-র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ক্যাশ ভেন্ডিং মেশিনের পিছনে থাকা প্যানেল পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে। 

7/7
বাজ পড়ে এটিএম-এ আগুন!
বাজ পড়ে এটিএম-এ আগুন!

খবর দেওয়া হয়েছে ব্যাঙ্কের কলকাতা সদর কার্যালয়ে। আশেপাশের বাড়ির বাসিন্দারা আতঙ্কে নীচে নেমে আসেন।





Read More