PHOTOS

Bank Holidays in May: এ মাসের প্রায় অর্ধেক দিনই বন্ধ থাকছে ব্যাংক? কাজ হবে কী করে? জেনে নিন, কবে-কবে ছুটি, কবে খোলা...

Bank Holidays in May 2025: চলতি মাসে অনেকগুলি দিন বন্ধ থাকবে ব্যাংক। সব রাজ্য মিলিয়ে এবং জাতীয় ছুটি ও রাজ্যের নিজস্ব ছুটির হিসেব অনুযায়ী মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক! চাট্টিখানি কথা!

Advertisement
1/10
পয়লা মে
পয়লা মে

ঘটনাচক্রে এ মাসের প্রথম দিনটিই ব্যাংক বন্ধ ছিল! ১ মে। শ্রম দিবস। আজ, শনিবার ব্যাংক বন্ধ কি না, তা নিয়ে গ্রাহকদের মনে ধন্দ ছিল। তবে, না, ধন্দের কিছু নেই। আজ, শনিবার, ৩ মে ব্যাংক খোলাই ছিল।  

2/10
২৫ বৈশাখ
২৫ বৈশাখ

এর পরে ব্যাংক বন্ধ থাকবে আগামী ৯ মে। ওইদিন রবীন্দ্রজয়ন্তীর ছুটি। ওটি শুক্রবার।   

3/10
বুদ্ধজয়ন্তী
বুদ্ধজয়ন্তী

এর পরে ব্যাংক বন্ধ থাকবে ১২ মে, সোমবার। ওইদিন বুদ্ধজয়ন্তী। 

4/10
সিকিমে
সিকিমে

আগামী ১৬ মে-(শুক্রবার) ও বন্ধ থাকবে ব্যাংক। তবে সেটা স্টেট হলিডে। ওইদিন 'সিকিম স্টেটহুড ডে'। তাই গ্যাংটকে ওইদিন সব ব্যাংক বন্ধ থাকবে। অন্য রাজ্যের গ্রাহকদের কোনও চিন্তা নেই।

5/10
নজরুল জয়ন্তী
নজরুল জয়ন্তী

এর পরে ব্য়াংক বন্ধ থাকবে ২৬ মে সোমবার। ওইদিন কাজী নজরুল ইসলামের জন্মদিন। ওইদিন আগরতলায় বন্ধ থাকবে ব্যাংক।

6/10
রাণা প্রতাপ
রাণা প্রতাপ

পরের ছুটিটি ২৯ মে বৃহস্পতিবার। মহারাণা প্রতাপ জয়ন্তী। এদিন সিমলায় ব্যাংক বন্ধ থাকবে।

7/10
শনিবেলার ছুটি
শনিবেলার ছুটি

এ ছাড়া রয়েছে শনিবারের ছুটি। রিজার্ভ ব্যাংকের নিয়ম মোতাবেক, শিডিউলড ও নন-শিডিউলড-- সব ব্যাংকেই সেকেন্ড ও ফোর্থ সাটার ডে ছুটি থাকবে।

8/10
মোট ১২ দিন বন্ধ
মোট ১২ দিন বন্ধ

স্টেট ওয়াইজ অফিশিয়াল ক্যালেন্ডারের দিক থেকে আরবিআই মোট ৬টি ছুটি ঘোষণা করেছে। এছাড়াও চারটি রবিবার ব্যাংক বন্ধ (May 4, 11, 18, and 25) থাকবে। বন্ধ থাকবে দুটি শনিবার (May 10 and 24)-- দ্বিতীয় ও চতুর্থ শনিবার।

9/10
ডিজিটাল ব্যাংকিং অপশন
ডিজিটাল ব্যাংকিং অপশন

তবে, শারীরিক ভাবে ব্যাংকে উপস্থিত হয়ে করতে হবে, এমন কাজ না থাকলে খুব একটা অসুবিধা হওয়ার নয় গ্রাহকদের। কেননা, অ্যাপ-নির্ভর ব্যাংকিং সার্ভিস খোলা থাকবে-- সবই খোলা থাকবে। ডিজিটাল ব্যাংকিং অপশন খোলা থাকবে।

10/10
এখনই ব্যাংকে ছুটুন
এখনই ব্যাংকে ছুটুন

তাই যদি, ব্যাংকে গিয়েই করতে হবে এমন জরুরি কাজ থাকে, তবে অবশ্যই এই ছুটির তালিকা দেখে নিজের প্ল্যান করুন। আর তেমন জরুরি না থাকলে, আপনার কোনও সমস্যাই হবে না।





Read More