Bank Holidays: এই সপ্তাহেই টানা ৩দিন ব্যাংক বন্ধ। তারপর আবার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অগাস্ট মাস বেশ অসুবিধায় পড়তে পারেন ব্যাংকিং গ্রাহকরা। কারণ অগাস্ট মাসে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক।
ফলে ব্যাংকের কাজের দিনও সেই অনুপাতে কম হবে। ৩, ১০, ১৭, ২৪, ৩১ অগাস্ট মাসের এমনিই ৫টি রবিবার ব্যাংক বন্ধ।
তার উপর এই সপ্তাহেই শুক্রবার ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে জাতীয় ছুটির দিনে ব্যাংক বন্ধ।
পরদিন ১৬ অগাস্ট একদিকে জন্মাষ্টমী, অন্যদিকে দ্বিতীয় শনিবার, ফলে ব্যাংক বন্ধ।
এরপর ১৭ অগাস্ট রবিবার ব্যাংক ছুটি। ফলে টানা ৩দিন ব্যাংক বন্ধ। ২৩ অগাস্ট চতুর্থ শনিবারও ব্যাংক ছুটি।
১৩ অগাস্ট মণিপুরে দেশপ্রেমিক দিবস, তাই ছুটি। ১৯ অগাস্ট ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মদিনে ছুটি।
২৭ অগাস্ট গণেশ চতুর্থীর ছুটি। গুজরাট, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গোয়া, ওড়িশা, তামিলনাড়ুতে ছুটি।
২৮ অগাস্ট গণেশ চতুর্থীর দ্বিতীয় দিনে ওড়িশা ও গোয়ায় ছুটি।