Minimum Balance New Rule: মিনিমাম ব্যালেন্স কী? গ্রাহকদের এর জন্য কী করতে হত? নতুন নিয়মে গ্রাহকদের কতটা সুবিধা হবে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রাহকদের জন্য সুখবর। ব্যাংকিং পরিষেবায় মিনিমাম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন।
সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে রাখতে হয় মিনিমাম ব্যালেন্স। এক-এক ব্যাংকে এই মিনিমাম ব্যালেন্সের অংকটা এক-একরকম।
সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স-ই হল মিনিমাম ব্যালেন্স। যা গ্রাহককে এতদিন চলতি অ্যাকাউন্টে বজায় রাখতে হত।
এবার সেই মিনিমাম ব্যালেন্স রাখা আর বাধ্যবাধতামূলক নয়। গ্রাহকদের সুবিধার্থেই এই নয়া নিয়ম।
৫টি ব্যাংক এই মিনিমাম ব্যালেন্স বা AMB বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে।
যারমধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ক্যানারা ব্যাংক ও ব্যাংক অফ ইন্ডিয়া।
এই ব্যাংকগুলি তাদের বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স বজায় রাখার ক্ষেত্রে গ্রাহক অসমর্থ হলে, জরিমানা মকুব করে দিয়েছে।
ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে এই নিয়ম। তবে প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট স্কিমগুলির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য নয়।