PHOTOS

BAPS Mandir: সুদূর দক্ষিণ আফ্রিকায় হিন্দু মন্দিরের গ্র্যান্ড উদ্বোধন! হল আশ্চর্য সুন্দর প্রাণপ্রতিষ্ঠা...

BAPS Hindu Mandir in South Africa Johannesburg: বিশ্ব জুড়ে তেরোশো মন্দির। তারই অন্যতম নতুন এই মন্দির। এখানে বসবাসকারী হিন্দুদের কাছে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত এটি। আধ্যাত্মিকতা ও সংস্কৃতি চর্চার একটি নতুন স্পেস তৈরি হল।

Advertisement
1/6
বারো দিন-ব্যাপী
বারো দিন-ব্যাপী

এই মন্দিরকে বলা হচ্ছে 'দ্য লার্জেস্ট হিন্দু টেম্পল ইন সাউদার্ন হেমিস্ফিয়ার'। বারো দিন-ব্যাপী এক স্পেশাল ফেস্টিভ্যালে এই উদ্বোধনী অনুষ্ঠান সমাধা হল।

2/6
বিশ্বাস-আত্মত্যাগ-একতা
বিশ্বাস-আত্মত্যাগ-একতা

এই 'বাপস শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দির'টি বিশ্বাস, আত্মত্যাগ ও একতার প্রতীক।

3/6
'ফেস্টভাল অফ হোপ অ্যান্ড ইউনিটি'
'ফেস্টভাল অফ হোপ অ্যান্ড ইউনিটি'

এই বিশেষ ঘটনাকে স্মরণীয় রাখার জন্য বারোদিন ধরে উদযাপিত হল 'ফেস্টভাল অফ হোপ অ্যান্ড ইউনিটি'! 

4/6
ভারত ও আফ্রিকা
ভারত ও আফ্রিকা

এখানে নানা আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন ছিল। যা ভারত ও আফ্রিকার মধ্যে বিরাজমান গাঢ় বন্ধনকেই যেন নতুন করে মনে করিয়ে দিল।

5/6
১৯৬০ সালের ২০ মার্চ
১৯৬০ সালের ২০ মার্চ

দক্ষিণ আফ্রিকায় বিএপিএস-র যাত্রা শুরু হয়েছিল সেই সুদূর ১৯৬০ সালের ২০ মার্চ। বিএপিএস স্বামীনারায়ণের চতুর্থ আধ্যাত্মিক উত্তরাধিকারী যোগীজি মহারাজ প্রথম  বিএপিএস মন্দির গড়েন।

6/6
যোগীজি মহারাজের দীপশিখা
যোগীজি মহারাজের দীপশিখা

পরে আবার যোগীজি মহারাজের উত্তরাধিকারীরা তাঁর আদর্শকে এগিয়ে নিয়ে যান। স্বামী মহারাজ যোগীজি মহারাজের অন্যতম উত্তরাধিকারী। তিনি ১৯৭৪ থেকে ২০০৪ সালের মধ্যে সাতবার দক্ষিণ আফ্রিকায় যান। তাঁরই উদ্যোগে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় বিএপিএস-র মন্দির নির্মিত হয়। আজ আফ্রিকায় ৩৫টি বিএপিএস মন্দির রয়েছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকায় রয়েছে সাতটি। এবার এর সঙ্গে আর একটি যুক্ত হল।





Read More