PHOTOS

Road Accident: ভয়ংকর! চোখের পলকে ধেয়ে এল 'মৃত্যু'! দুমড়ে যাওয়া অটোর ভিতর বাবা-মায়ের সঙ্গেই ১০ বছরের মেয়ে...

Baruipur Road Accident: খোলনলচে বেরিয়ে যায় অটোর। দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Advertisement
1/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

তথাগত চক্রবর্তী: ভয়ংকর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১০ বছরের এক শিশুকন্যার। অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই দুমড়ে মুচড়ে যায় অটোটি।

2/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো সওয়ারি ১০ বছরের শিশুকন্যার। মৃতের নাম অণ্বেষা মণ্ডল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অর্জুন তলায়। 

3/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা বাসুদেব মণ্ডলের পিসিমার মৃত্যুর পর, তাঁরা বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে এসেছিলেন শেষকৃত্য করতে। সেখান থেকে কাজ মিটিয়ে অটো করে পীরখালীতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। 

4/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোর। অটোতে ছিলেন চালক বাসুদেব মণ্ডল, তাঁর স্ত্রী মীনা মণ্ডল, ছোটো মেয়ে অণ্বেষা, বড় মেয়ে কলেজ পড়ুয়া তিয়াসা মণ্ডল ও আত্মীয় শিবু মাকাল। 

5/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

ডাম্পারের সঙ্গে সংঘর্ষে অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। কার্যত খোলনলচে বেরিয়ে যায় অটোর। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, খোলসেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী ছিল অণ্বেষা।

6/6
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!
ভয়ংকর দুর্ঘটনায় 'কোল খালি' বাবা-মায়ের!

ওদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী গুরুতর জখম অবস্থায় ৪ জনকেই উদ্ধার করে বারুইপুর থেকে কলকাতা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে। 





Read More