Baruipur Road Accident: খোলনলচে বেরিয়ে যায় অটোর। দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তথাগত চক্রবর্তী: ভয়ংকর দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ১০ বছরের এক শিশুকন্যার। অটোর সঙ্গে সিমেন্ট ভর্তি ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। আর তাতেই দুমড়ে মুচড়ে যায় অটোটি।
মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় অটো সওয়ারি ১০ বছরের শিশুকন্যার। মৃতের নাম অণ্বেষা মণ্ডল। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার অর্জুন তলায়।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা বাসুদেব মণ্ডলের পিসিমার মৃত্যুর পর, তাঁরা বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে এসেছিলেন শেষকৃত্য করতে। সেখান থেকে কাজ মিটিয়ে অটো করে পীরখালীতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
সিমেন্ট ভর্তি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অটোর। অটোতে ছিলেন চালক বাসুদেব মণ্ডল, তাঁর স্ত্রী মীনা মণ্ডল, ছোটো মেয়ে অণ্বেষা, বড় মেয়ে কলেজ পড়ুয়া তিয়াসা মণ্ডল ও আত্মীয় শিবু মাকাল।
ডাম্পারের সঙ্গে সংঘর্ষে অটো একেবারে দুমড়ে মুচড়ে যায়। কার্যত খোলনলচে বেরিয়ে যায় অটোর। দুর্ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, খোলসেমারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ফোরের ছাত্রী ছিল অণ্বেষা।
ওদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী গুরুতর জখম অবস্থায় ৪ জনকেই উদ্ধার করে বারুইপুর থেকে কলকাতা সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে।