Pamela Bach Suicide: আমেরিকার জনপ্রিয় টিভি সিরিজ 'নাইট রাইডার' ও 'বেওয়াচ'-খ্যাত অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। নিজের বাড়িতেই অভিনেত্রীকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বেওয়াচ', 'নাইট রাইডার' খ্যাত অভিনেত্রী পামেলা বাখ। ৫ মার্চ অভিনেত্রীকে তাঁর বাড়ি থেকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। জানা গিয়েছে, ৬২ বছরের পামেলা আত্মহত্যা করে মারা গিয়েছেন।
জানা গিয়েছে, পরিবারের সদস্যরা অনেক সময় ধরে তাঁর কোনও খোঁজ পাচ্ছিলেন না। তাই তারা অভিনেত্রী বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা পামেলাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
অভিনেত্রীর মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, অভিনেত্রী নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন। তবে সেখান থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।
পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের প্রাক্তন স্ত্রী। ১৯৮৯ সালে বিয়ে করেন তাঁরা। ২০০৬ সালে দীর্ঘ ডিভোর্সের পথ বেছে নেন তারকা জুটি। অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ তাঁর প্রাক্তন স্বামী। ডেভিড জানিয়েছেন, 'পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে সকলের ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।'
ডেভিড ও পামেলার দুই কন্যাসন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফও নেটমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৭০ সালে অভিনয় শুরু করেন পামেলা বাখ। তাঁর অভিনয়ের মধ্যে ছিল সোপ অপেরা 'দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস', 'চিয়ার্স', 'দ্য ফল গাই', 'টি.জে. হুকার', 'সুপারবয়' এবং 'ভাইপার'।
Disclaimer: আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭