Science Focus: মজাদার ট্রিভিয়া পড়তে যদি ভালোবাসেন তাহলে অবশ্য়ই চোখ রাখুন এখানে। পৃথিবীর মেরুর নড়াচড়ার গল্প জানেন! উত্তর ও দক্ষিণ মেরুতে চৌম্বকীয়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই বিশ্বে আমরা কতটুকুই-বা জানি! বিপুলা এই পৃথিবীর আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে অজানা কত কিছু। বর্তমানে স্যোশাল মিডিয়ায় আকৃষ্ট মানুষ, বই পড়ার সুযোগ কতই বা পান! তার থেকে বেশি তাঁরা স্যোশাল মিডিয়ায় ক্রমাগত স্ক্রল করতেই বেশি অভ্যস্ত। স্ক্রল করতে করতে যদি মজাদার এবং অজানা কিছু পড়তে চান, তাহলে একেবারে ঠিক জায়গায় এসেছেন।
গত ৭ কোটি ১০ লক্ষ বছরে উত্তর ও দক্ষিণ মেরুতে এই চৌম্বকীয় বিপর্যয় মাত্র ১৭১ বার ঘটেছে। অনুমান করা যাচ্ছে খুব শীঘ্রই এমনটা ঘটতে পারে। এর কারণ, উত্তর মেরু প্রতি বছর প্রায় ৫৫ কিলোমিটার বেগে এগিয়ে যাচ্ছে।
সাধারণত তীব্র হাসির কারণে অনেকেরই হৃদরোগ বা শ্বাসরোধের মতো ঘটনা ঘটে। তাই কমেডি অনুষ্ঠানগুলি শুরুর আগে সতর্কতা দেওয়া উচিত।
১৮ শতকের শেষের দিকে স্কটল্যান্ডে এটি তৈরি করা হয়েছিল। সিম্ফিজিওটোমি (widening the pubic cartilage) প্রক্রিয়া এবং প্রসবের সময় হাড় সরানোর জন্য এটি ব্যবহার করা হয়। বিংশ শতাব্দীর গোড়াতে আমরা কাঠ কাটার জন্য এটি ব্যবহার করি।
জানেন, পিঁপড়ের ফুসফুস নেই! তারা তাদের দশটি ক্ষুদ্র ক্ষুদ্র স্পাইরাকল দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়।
চীনের বিজ্ঞানীরা প্রাথমিক ক্রিটেসিয়াস যুগের টি.রেক্সের কঙ্কাল দেখে আবিষ্কার করেছেন যে তাদের শরীর পালকে ঢাকা ছিল। যদি টি.রেক্সের পূর্বপুরুষদের পালক ছিল, তাহলে সম্ভবত টি.রেক্সেরও ছিল।
জানেন কী, পোষাকের রং খেলার ওপর প্রভাব ফেলে কখনও কখনও। উদাহরণস্বরূপ এখানে বলা যায়, গত ৫৫ বছরের ফুটবল ম্যাচগুলির পর্যালোচনা করে দেখা গেছে লাল জার্সি পরা দলগুলি অন্য যেকোনো রঙের দলের তুলনায় হোম ম্যাচে খুব ভালো খেলেছে।
স্পষ্ট করে বলতে গেলে, শামুকের প্রায় ১,০০০ থেকে ১২,০০০ দাঁত থাকে। তবে, তারা আমাদের মতো নয়, তাই তারা আমাদের মতো দাঁত বের করে হাসতে পারে না।
পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা হল মাইক্রোসফটের রেডমন্ড, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানিকোয়িক চেম্বার। এখানে -২০.৬ ডেসিবেল শব্দের মাত্রা।
১৯৯৩ সালের একটি গবেষণায় দেখা গেছে, একটি ঘোড়ার সর্বোচ্চ ১৮,০০০ ওয়াট শক্তি উৎপন্ন করতে পারে, যা প্রায় ২৪ হর্সপাওয়ার।
২০১৬ সালে করা একটি গবেষণায় দেখা গেছে পুরুষদের স্বাক্ষর ও মহিলাদের স্বাক্ষরের মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায়।