Bengal BJP leader caught for jewellery theft in Odisha: একজন 'চোরে'র সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের যোগের বিস্ফোরক অভিযোগ তৃণমূলের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলার বিজেপি নেতার ওড়িশায় ২৫ লাখ টাকার গয়না চুরি! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে বিস্ফোরক দাবি তৃণমূলের।
অভিযোগ, সোমনাথ সাহু নামে নদিয়ার হবিবপুরের ওই বিজেপি নেতা ওড়িশার একটি দোকান থেকে ২৫ লাখ টাকার গয়না চুরি করেন! গয়না চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন।
তারপর তাঁকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ছবি প্রকাশ করে তৃণমূলের আরও দাবি, ধৃত এই নেতাকে বিভিন্ন অনুষ্ঠানে বিজেপি নেতাদের সঙ্গে দেখা গিয়েছে।
বিজেপি নেতা হিরণ মজুমদারের সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। দেখা গিয়েছে বিজেপি সভাপতি সুকান্ত মজমদারের সঙ্গেও।
এই গয়না চুরির টাকা থেকে সুকান্ত মজুমদার ভাগ পেতেন কিনা, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল।
পাশাপাশি কটাক্ষ, আইনের 'অভিভাবক' বলে দাবিকারী দল-ই অপরাধীদের আশ্রয় দিচ্ছে।
তৃণমূল নেতা কুণাল ঘোষ চাঁছাছোলা ভাষায় প্রশ্ন তুলেছেন, একজন 'চোরে'র সঙ্গে সুকান্ত মজুমদারের কীসের যোগসূত্র?
Somnath Sahoo, BJP's Yuva Morcha leader from Habibpur, was caught red-handed stealing jewellery worth ₹25 lakh from a shop in Odisha. CCTV footage exposes him. Locals caught him while he was trying to flee and handed him over to the police.
— All India Trinamool Congress (@AITCofficial) June 28, 2025
Shamelessly, @BJP4Bengal leaders,… pic.twitter.com/ODiI4A6Aon
ধৃত নেতার স্ত্রী ১ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী ছিলেন বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।
প্রসঙ্গত, গতকালই সামনে আসে কসবার ল' কলেজে ছাত্রীকে কলেজের মধ্যেই গণধর্ষণের ঘটনা। সেখানে মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ছবি রয়েছে বলে অভিযোগে সরব হয় বিজেপি।