Arjun Singh: অশোকনগরে ভাটশালা মোড়ে কিছু বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন। সেখানে পুলিস ওইসব বিজেপি কর্মীদের সরিয়ে দেয়
পহেলগাঁওয়ে জঙ্গিহানা নিয়ে তোলপাড় গোটা দেশ। বাংলাতেও এনিয়ে ময়দানে নেমেছে বিজেপি। পাকিস্তানের পতাকা পুড়িয়েছেন শুভেন্দু অধিকারী-সহ বিজেপির কর্মী সমর্থকরা। কোথাও কোথাও জটলা সামলাতে হস্তক্ষেপ করেছে পুলিস। এনিয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা অর্জুন সিং।-তথ্য-বরুণ সেনগুপ্ত
গতকাল সন্ধেয় কাঁচরাপাড়ায় পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানাতে মিছিলেন আয়োজন করে বিজেপি। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ২৬টি প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি গান্ধী মূর্তি থেকে টিকটিকি মোড় পর্যন্ত একটি মিছিলে হাঁটেন অর্জুন সিং। -তথ্য-বরুণ সেনগুপ্ত
অশোকনগরে ভাটশালা মোড়ে কিছু বিজেপি কর্মী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছিলেন। সেখানে পুলিস ওইসব বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। এনিয়ে ওই মিছিলে অর্জুন সিংকে প্রশ্ন করা হয়। -তথ্য-বরুণ সেনগুপ্ত
ওই প্রশ্ন শুনে অর্জুন সিং বলেন, বঙ্গ পুলিস হচ্ছে পাকিস্তানের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের খুশি করার জন্য যে কাজ করছে সেই কাজ পুলিস করছে। ওইসব পুলিসের যারা ধমকাচ্ছিল তাদের ভালো করে 'তাবড়ানোর' দরকার। এরা মুসলমানদের তোষণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে আর ফিরে যাওয়ার জায়গা নেই। এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসব করছে। -তথ্য-বরুণ সেনগুপ্ত
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যাকায় জমা হয়েছিলেন পর্যটকরা। আচমকাই সেই জায়গায় এসে হামলা চালায় ৩-৫ জন জঙ্গি। স্বজনহারাদের অভিযোগ, তাদের ধর্মপরিচয় জেনে গুলি চালানো হয়েছে। জম্মু ও কাশ্মীরে বহুবার জঙ্গি হামলা হলেও এভাবে ধর্ম পরিচয় জেনে হামলা হয়নি। ফলে এনিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। জানা যাচ্ছে হামলাকারীদের একজন ছিল পকিস্তানি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি উপত্যকায় অন্যান্য জঙ্গিদের ঘরবাড়ি ধ্বংস করার কাজ শুরু হয়েছে। -তথ্য-বরুণ সেনগুপ্ত